সেবা মহাবিদ্যালয়, মহাখালী, ঢাকা
সেবা মহাবিদ্যালয় বা কলেজ অব নার্সিং হলো বাংলাদেশের প্রথম নার্সিং কলেজ।[১] কলেজটি মহাখালী, ঢাকায়, অবস্থিত।[২][৩] দেশের যে-কোনো নার্সিং ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ যে-কোনো প্রার্থী এই মহাবিদ্যালয়ে যোগ্যতার ভিত্তিতে ভর্তি হতে পারে। তবে অবশ্যই পেশাগত কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি বছর এখানে ১২০ জন বাংলাদেশী ও বিদেশী ছাত্রছাত্রী ভর্তি করা হয়।[৪]
গঠিত | ১৯৭০ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাসেবা মহাবিদ্যালয় ১৯৭০ সালে ঢাকার মহাখালীতে প্রতিষ্ঠিত হয়েছিলো। ১৯৭৮ সালে কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। প্রতিষ্ঠালগ্নে এই কলেজে ডিপ্লোমা-ইন-নার্সিং প্রোগ্রাম চালু ছিলো। ৮০ দশক থেকে ডিপ্লোমা (নার্সিং) প্রোগ্রামটি বন্ধ হয়ে যায়। বর্তমানে দু'বছর মেয়াদি দুটি বি.এসসি কোর্স চালু আছে একটি নার্সিং-এ, অন্যটি পাবলিক হেলথ নার্সিং-এ।[৫][২]
অবকাঠামো
সম্পাদনাসেবা মহাবিদ্যালয়ের লাইব্রেরিতে জার্নাল ও বইয়ের পরিমাণ প্রায় পাঁচ সহস্রাধিক। ছাত্রীদের জন্য প্রায় দেড়শতাধিক আসনের দুটি ও ছাত্রদের জন্য একটি হোস্টেলের ব্যবস্থা আছে। প্রত্যেক ছাত্রছাত্রী সরকার থেকে মাসিক হারে ভাতা পেয়ে থাকে।[৬][২]
আরও দেখুন
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে সেবা মহাবিদ্যালয়, মহাখালী, ঢাকা সম্পর্কিত মিডিয়া দেখুন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Welcome to Directorate General of Nursing and Midwifery"। ২০২৪-০২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ গ বায়েজীদ আকতার (২০১২)। "বাংলাদেশ সেবা মহাবিদ্যালয়"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Poor attention leads to quality dip"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৮ জুলাই ২০০৮। ২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭।
- ↑ "নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান সমূহ"। ২০২৩-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "মহাখালী নার্সিং কলেজের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস পালিত"। ২ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৪।
- ↑ "স্বাস্থ্যখাতের অর্জনে নার্সদের ভূমিকা সবচেয়ে বেশি: স্বাস্থ্যমন্ত্রী"। banglanews24.com। ৯ নভেম্বর ২০২৩। ১৫ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৪।