বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানদের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যানদের তালিকা থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (ইংরেজি: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হিসাবে উল্লেখিত) বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সংস্থা যারা দেশের সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করে। ১৯৭২ সালের ৮ এপ্রিল প্রেসিডেন্সিয়াল অর্ডার (পিও)-৩৪ আদেশবলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠিত হয়।
চেয়ারপারসনদের তালিকা
সম্পাদনাবাংলাদেশ সরকার ১৯৭২ সালের ১৫ মে ড এ কিউ এম বজলুল করিমকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (প্রথম)-এর এবং ২৫ মে মহিউদ্দিন আহমেদকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (দ্বিতীয়)-এর প্রথম চেয়ারম্যান হিসাবে নিয়োগ দান করেন।
ক্রমিক নং | নাম | পদ গ্রহণ | পদ পরিত্যাগ |
---|---|---|---|
১* | ড. এ. কিউ. এম. বজলুল করিম (প্রথম কমিশনের দায়িত্বে) |
১৫ মে ১৯৭২ | ১৫ ডিসেম্বর ১৯৭৭ |
১* | মহিউদ্দিন আহমেদ (দ্বিতীয় কমিশনের দায়িত্বে) |
২৫ মে ১৯৭২ | ১৪ ডিসেম্বর ১৯৭৭ |
২ | এম মইদুল ইসলাম | ২২ ডিসেম্বর ১৯৭৭ | ২১ ডিসেম্বর ১৯৮২ |
৩ | ফায়েজ উদ্দিন আহমেদ | ২২ ডিসেম্বর ১৯৮২ | ৩১ মে ১৯৮৬ |
৪ | এস. এম. আল হোসেনী | ১ জুন ১৯৮৬ | ১ মে ১৯৯১ |
৫ | প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ | ১৪ সেপ্টেম্বর ১৯৯১ | ৩১ জানুয়ারি ১৯৯৩ |
৬ | প্রফেসর ড. এস. এম. এ. ফয়েজ | ৭ মার্চ ১৯৯৩ | ৫ মার্চ ১৯৯৮ |
৭ | প্রফেসর ড. মোঃ মুস্তফা চৌধুরী | ২৫ মার্চ ১৯৯৮ | ২৩ জানুয়ারি ২০০২ |
৮ | প্রফেসর ড. জেড. এন. তাহমিদা বেগম | ৯ মে ২০০২ | ৭ মে ২০০৭ |
৯ | ড. সা’দত হুসাইন | ৯ মে ২০০৭ | ২৩ নভেম্বর ২০১১ |
১০ | এ. টি. আহমেদুল হক চৌধুরী পিপিএম | ২৭ নভেম্বর ২০১১ | ২০ ডিসেম্বর ২০১৩ |
১১ | ইকরাম আহমেদ | ২৪ ডিসেম্বর ২০১৩ | ১৩ এপ্রিল ২০১৬ |
১২ | ড. মোহাম্মদ সাদিক | ২ মে ২০১৬ | ১৮ সেপ্টেম্বর ২০২০ |
১৩ | মো. সোহরাব হোসাইন | ২১ সেপ্টেম্বর ২০২০ | ৮ অক্টোবর ২০২৪[১] |
১৪ | অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম | ১৫ অক্টোবর ২০২৪[২] | বর্তমান |
১*: বাংলাদেশ সরকার ১৯৭২ সালের সংবিধান অনুসারে প্রথমাবস্থায় ২ টি 'পাবলিক সার্ভিস কমিশন' গঠন করে, যা পাবলিক সার্ভিস কমিশন (প্রথম) এবং পাবলিক সার্ভিস কমিশন (দ্বিতীয়) নামে অভিহিত হয়; কিন্তু পরবর্তীতে সংবিধান সংশোধন করত: উভয় কমিশনকে একত্রিত করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন নামে একটিমাত্র কমিশন পদ্ধতি চালু করা হয়।[৩]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পিএসসি চেয়ারম্যানসহ পদত্যাগ করলেন ১২ সদস্য"। দৈনিক প্রথম আলো। ৮ অক্টোবর ২০২৪।
- ↑ "শপথ নিয়েই কাজ শুরু করলেন পিএসসির নতুন চেয়ারম্যান ও সদস্যরা"। যুগান্তর। ১৫ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪।
- ↑ "বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন"। www.banglapedia.org।
বহি:সংযোগ
সম্পাদনা- বি. পি. এস. সি.-র ওয়েবসাইটে প্রদত্ত চেয়ারম্যানগণের তালিকা।