বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (ইংরেজি: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হিসাবে উল্লেখিত) বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সংস্থা যারা দেশের সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করে। ১৯৭২ সালের ৮ এপ্রিল প্রেসিডেন্সিয়াল অর্ডার (পিও)-৩৪ আদেশবলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠিত হয়।

চেয়ারপারসনদের তালিকা

সম্পাদনা

বাংলাদেশ সরকার ১৯৭২ সালের ১৫ মে ড এ কিউ এম বজলুল করিমকে‌ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (প্রথম)-এর এবং ২৫ মে মহিউদ্দিন আহমেদকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (দ্বিতীয়)-এর প্রথম চেয়ারম্যান হিসাবে নিয়োগ দান করেন।

ক্রমিক নং নাম পদ গ্রহণ পদ পরিত্যাগ
১* ড. এ. কিউ. এম. বজলুল করিম
(প্রথম কমিশনের দায়িত্বে)
১৫ মে ১৯৭২ ১৫ ডিসেম্বর ১৯৭৭
১* মহিউদ্দিন আহমেদ
(দ্বিতীয় কমিশনের দায়িত্বে)
২৫ মে ১৯৭২ ১৪ ডিসেম্বর ১৯৭৭
এম মইদুল ইসলাম ২২ ডিসেম্বর ১৯৭৭ ২১ ডিসেম্বর ১৯৮২
ফায়েজ উদ্দিন আহমেদ ২২ ডিসেম্বর ১৯৮২ ৩১ মে ১৯৮৬
এস. এম. আল হোসেনী ১ জুন ১৯৮৬ ১ মে ১৯৯১
প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ১৪ সেপ্টেম্বর ১৯৯১ ৩১ জানুয়ারি ১৯৯৩
প্রফেসর ড. এস. এম. এ. ফয়েজ ৭ মার্চ ১৯৯৩ ৫ মার্চ ১৯৯৮
প্রফেসর ড. মোঃ মুস্তফা চৌধুরী ২৫ মার্চ ১৯৯৮ ২৩ জানুয়ারি ২০০২
প্রফেসর ড. জেড. এন. তাহমিদা বেগম ৯ মে ২০০২ ৭ মে ২০০৭
ড. সা’দত হুসাইন ৯ মে ২০০৭ ২৩ নভেম্বর ২০১১
১০ এ. টি. আহমেদুল হক চৌধুরী পিপিএম ২৭ নভেম্বর ২০১১ ২০ ডিসেম্বর ২০১৩
১১ ইকরাম আহমেদ ২৪ ডিসেম্বর ২০১৩ ১৩ এপ্রিল ২০১৬
১২ ড. মোহাম্মদ সাদিক ২ মে ২০১৬ ১৮ সেপ্টেম্বর ২০২০
১৩ মো. সোহরাব হোসাইন ২১ সেপ্টেম্বর ২০২০ ৮ অক্টোবর ২০২৪[]
১৪ অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম ১৫ অক্টোবর ২০২৪[] বর্তমান

  • ১*: বাংলাদেশ সরকার ১৯৭২ সালের সংবিধান অনুসারে প্রথমাবস্থায় ২ টি 'পাবলিক সার্ভিস কমিশন' গঠন করে, যা পাবলিক সার্ভিস কমিশন (প্রথম) এবং পাবলিক সার্ভিস কমিশন (দ্বিতীয়) নামে অভিহিত হয়; কিন্তু পরবর্তীতে সংবিধান সংশোধন করত: উভয় কমিশনকে একত্রিত করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন নামে একটিমাত্র কমিশন পদ্ধতি চালু করা হয়।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহি:সংযোগ

সম্পাদনা
  • বি. পি. এস. সি.-র ওয়েবসাইটে প্রদত্ত চেয়ারম্যানগণের তালিকা।