বাংলাদেশ রেলওয়ে ক্লাস ২৪০০
বাংলাদেশ রেলওয়ে ক্লাস ২৪০০ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের মিটার-গেজ ডিজেল-বৈদ্যুতিক লোকোমোটিভের একটি শ্রেণী। এই শ্রেণীর মোট ১২টি লোকো ১৯৭৮ সালে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হয়।
বাংলাদেশ রেলওয়ে ক্লাস ২৪০০ | |||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||
|
সূচনাকাল থেকে এই শ্রেণীর লোকো যাত্রীবাহী ট্রেনে ব্যবহৃত হয়। খুব কম আন্তঃনগর ট্রেনেই এদের ব্যবহার রয়েছে (যেমন: করতোয়া এক্সপ্রেস), এবং অধিকাংশ সময় এদেরকে লোকাল/কমিউটার/মেইল/এক্সপ্রেস ট্রেনে ব্যবহার করা হয়। অয়েল ট্যাংকারের মতো কিছু মালবাহী ট্রেনেও এদেরকে মাঝেমধ্যে ব্যবহার করা হয়।[১][২]
প্রস্তুতকারক বিবরণ
সম্পাদনা২৪০০ শ্রেণীর লোকো কানাডার মন্ট্রিয়ল লোকোমোটিভ ওয়ার্কস (এমএলডব্লিউ) উৎপাদন করে। এদের মডেল ডিএল-৫৩৫/আরএসডি-৩০।
যান্ত্রিক বিবরণ
সম্পাদনাএই লোকোগুলোতে অ্যালকো ২৫১বি-৬ প্রাইম মুভার ব্যবহার করা হয়েছে। এদের ক্ষমতা ১,৪০০ অশ্বশক্তি এবং এরা সর্বোচ্চ ৯৬ কিমি/ঘণ্টা পর্যন্ত চলতে পারে। এদের চাকার বিন্যাস হলো সিও-সিও।[৩]
এদেরকে বাংলাদেশের অন্যতম সফল লোকো শ্রেণী বলা হয়ে থাকে। ২০২০ সাল পর্যন্ত (৪২ বছর পর), ১১টি লোকো এখনও সচল রয়েছে। বাংলাদেশের ২৩০০, ২৫০০ ও ২৮০০ শ্রেণীর লোকোগুলোর সাথে এদের মিল রয়েছে। এই মডেলের লোকোমোটিভ বাংলাদেশ ছাড়াও ভারতীয় রেলওয়েতে ওয়াইডিএম-৪ শ্রেণী হিসেবে রয়েছে।
শ্রেণীকরণ ও সংখ্যাকরণ
সম্পাদনাএই লোকোগুলোর সংখ্যা-সিরিজ/শ্রেণী হচ্ছে ২৪০০, এবং এদেরকে ২৪০১ থেকে ২৪১২ পর্যন্ত সংখ্যায়িত করা হয়েছে। এদের শ্রেণী-নাম/স্পেসিফিকেশন হচ্ছে “এমইএম-১৪”। এখানে, এম = মিটার-গেজ, ই = ডিজেল-ইলেক্ট্রিক, এম = এমএলডব্লিউ এবং ১৪ = ১৪ × ১০০ = ১,৪০০ অশ্বশক্তি। একই শ্রেণী-নাম ২৩০০ শ্রেণীর লোকোগুলোতেও ব্যবহৃত হয়েছে।[৪]
রং
সম্পাদনা- লাল, সাথে সাদা ডোরা (বর্তমানে নেই)
- সবুজ-হলুদ
- নীল-হলুদ
রক্ষণাবেক্ষণ
সম্পাদনাএদের মূল রক্ষণাবেক্ষণ দিনাজপুরের পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) হয়। এছাড়া এদেরকে ঢাকা ডিজেল শপে রক্ষণাবেক্ষণ করা হয়।
গ্যালারি
সম্পাদনা-
২৪১২
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "List of locomotives built by Alco and its licencees, ordere" (পিডিএফ)। sce3c0752b973ab3f.jimcontent.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Analysis of Problems" (পিডিএফ)। Bangladesh Railway। ৩১ মার্চ ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "DL535A — Trainspo"। trainspo.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৪।
- ↑ "Locomotive database - 1435mm.net"। www.1435mm.net। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে Category:Bangladesh Railway Class 2400 সম্পর্কিত মিডিয়া দেখুন।