বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ
দি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশ বা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স, কমিউনিটি হেলথ ওয়ার্কার্স এবং অপথ্যালমিক এ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট কোর্স নিয়ন্ত্রণ, পরিচালনা এবং সনদ প্রদান করে।[১]
গঠিত | ১১ আগস্ট ১৯১৪ |
---|---|
ধরন | সরকারি |
সদরদপ্তর | ২০৩, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরনী, ঢাকা - ১০০০ |
যে অঞ্চলে | বাংলাদেশ |
পরিষেবা | চিকিৎসা |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
সচিব | ডা. মোঃ জাহিদুর রহমান |
প্রধান প্রতিষ্ঠান | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় |
সম্পৃক্ত সংগঠন | স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর |
ওয়েবসাইট | smfb |
ইতিহাস
সম্পাদনা১১ আগস্ট, ১৯১৪ সালে বেঙ্গল অ্যাক্ট এবং গভর্নমেন্ট রেজুলিউশন এর মাধ্যমে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বেঙ্গল গঠিত হয়। ১৯৪৭ সালে দেশভাগের পর ৬ নভেম্বর, ১৯৪৭ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব ইস্ট বেঙ্গল করা হয়। স্বাধীনতার পর ২৪ এপ্রিল, ১৯৭২ সালে সংস্থাটির নাম পরিবর্তন করে দি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশ রাখা হয়।[২]
গঠন
সম্পাদনা- সভাপতি: সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
- সদস্য: মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর
- সদস্য: অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
- সদস্য: মহাসচিব, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন
- সদস্য: পরিচালক, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন
- সদস্য: পরিচালক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান
- সদস্য: অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ
- সদস্য: যুগ্ম সচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
- সদস্য: যুগ্ম সচিব (হাসপাতাল), স্বাস্থ্য সেবা বিভাগ
- সদস্য: অধ্যক্ষ, ঢাকা ডেন্টাল কলেজ
- সদস্য: রেজিষ্ট্রার, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল
- সদস্য: অধ্যক্ষ, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, ঢাকা
- সদস্য: অধ্যক্ষ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী
- সদস্য: অধ্যক্ষ, মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, টাঙ্গাইল
- সদস্য: সচিব, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল
- সদস্য: সচিব, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ
কোর্সসমূহ
সম্পাদনা- অপথালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স বা মিড লেভেল অপথালমিক পার্সোনেল (এমএলওপি)
- কমিউনিটি হেলথ্ ওয়ার্কার (সিএইচডব্লিও)
- মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্)
- ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি)
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পরিক্রমা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর"। dgme.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "পরিক্রমা, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ"। smfb.edu.bd। ২০২৩-০১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "পরিচালনা পর্ষদ, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ"। smfb.edu.bd। ২০২৩-০১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "কোর্সসমূহ, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ"। smfb.edu.bd। ২০২৩-০১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।