বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর
বাংলাদেশ মেরিন একাডেমী, রংপুর বাংলাদেশের রংপুরে অবস্থিত একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে বাণিজ্যিক জাহাজের ক্যাডেট, ডেক অফিসার এবং মেরিন ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ প্রদান করা হয়। রংপুরের পীরগঞ্জ উপজেলার ৮ নম্বর রায়পুর ইউনিয়নের ফলির বিল এলাকায় এই মেরিন একাডেমিটির অবস্থান।[১]
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ২০২১ |
অধিনায়ক | ক্যাপ্টেন মো: শফিকুল ইসলাম সরকার |
অবস্থান | , বাংলাদেশ |
শিক্ষাঙ্গন | ১০ একর পল্লী এলাকা |
সংক্ষিপ্ত নাম | বিএমএ |
অধিভুক্তি | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, নৌপরিবহন মন্ত্রণালয় (বাংলাদেশ) |
বর্তমানে বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির অধিভুক্ত হয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ২০১২ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২১ সালের ৬ মে এর উদ্বোধন করা হয়।[২][৩][৪]
বিবরণ
সম্পাদনা১০ একর জমির ওপর একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, প্যারেড গ্রাউন্ড, ডরমেটরি ভবন, সাতটি আবাসিক ভবন, মসজিদ, অত্যাধুনিক জিমনেশিয়াম, সুইমিং পুল, পুকুরসহ ৩৫টি অবকাঠামোতে অত্যাধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।[২]
শিক্ষা কার্যক্রম
সম্পাদনা২০২০ সালের জানুয়ারি মাসে ৫০ জন ক্যাডেট ভর্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হয়। তারা প্রাথমিকভাবে বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম এ সাময়িকভাবে সংযুক্ত আছেন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রংপুর মেরিন একাডেমি উন্নয়নে নতুন মাত্রা"। kholakagojbd.com। ৬ মে ২০২১। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ "বহুল প্রত্যাশিত রংপুর মেরিন একাডেমির উদ্বোধন"। kholakagojbd.com। ৬ মে ২০২১। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১।
- ↑ "পীরগঞ্জে রংপুর মেরিন একাডেমির যাত্রা শুরু"। dailynayadiganta.com। ৬ মে ২০২১। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১।
- ↑ "নতুন চার মেরিন একাডেমির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ মে ২০২১। ৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১।