বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ
(বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বাংলাদেশের একটি স্বশাসিত গবেষণাগার, যা বাংলাদেশে চিকিৎসা, স্বাস্থ্য বিজ্ঞান স্বাস্থ্য পরিকল্পনার ওপর প্রথম সারির গবেষণা করে। ঢাকার মহাখালীতে এর সদর দপ্তর অবস্থিত।[১][২] প্রফেসর সৈয়দ মোদাচ্ছের আলী নির্বাহী কমিটির বর্তমান চেয়ারম্যান।[৩]
সংক্ষেপে | বিএমআরসি |
---|---|
গঠিত | ১৯৭২ |
সদরদপ্তর | মহাখালী, ঢাকা, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৪৬′৩৭″ উত্তর ৯০°২৪′২২″ পূর্ব / ২৩.৭৭৬৯° উত্তর ৯০.৪০৬১° পূর্ব |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
চেয়ারম্যান | সৈয়দ মোদাচ্ছের আলী |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ ১৯৭২ সালে বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠিত হয়। এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এটি রিসার্চ ইনফরমেশন এন্ড হেলথ কমিউনিকেশন অন হেলথ নামে একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করে। [৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "BMRC :: About Us :: MISSION ::"। bmrcbd.org। ১৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- ↑ "150 experts say Olympics must be moved or postponed because of Zika"। Washington Post। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- ↑ "BMRC Executive Committee"। The BMRC (ইংরেজি ভাষায়)। ৪ এপ্রিল ২০১৮। ১৫ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮।
- ↑ হারুন-অর-রশীদ (২০১২)। "বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।