বাংলাদেশ মেডিকেল কলেজ
বাংলাদেশ মেডিকেল কলেজ বাংলাদেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ। ধানমন্ডি আবাসিক এলাকায় এর ক্যাম্পাস এবং হসপিটালটি অবস্থিত। এটির পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ মেডিক্যাল স্টাডিস এন্ড রিসার্চ ইন্সটিটিউট। বাংলাদেশ মেডিক্যাল কলেজ ১০ মে ১৯৮৮ তারিখ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কার্যক্রম পরিচালনা করে আসছে।[১] কলেজটি পাঁচ বছর মেয়াদী ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি কোর্স প্রদান করে। কলেজটি ৫০০ শয্যার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সাথে সংযুক্ত।
ধরন | বেসরকারি চিকিৎসাবৈজ্ঞানিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান |
---|---|
স্থাপিত | ১৯৮৬ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | অধ্যাপক পরিতোষ কুমার ঘোষ |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১৪৮ (২০১৫) |
অবস্থান | , ২৩°৪৫′০১″ উত্তর ৯০°২২′১২″ পূর্ব / ২৩.৭৫০৩° উত্তর ৯০.৩৬৯৯° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
ভাষা | ইংরেজি |
ওয়েবসাইট | bmc-bd |
ইতিহাস
সম্পাদনা১৯৮৬ সালের ১৩ এপ্রিল বাংলাদেশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন প্রয়াত অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী।[২] প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম ডাঃ এএইচএম সামছুল হক।[৩] বাংলাদেশ মেডিকেল কলেজ বাংলাদেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৮৮ সালে এটিকে অধিভুক্তি প্রদান করে।
কোর্স
সম্পাদনাএমবিবিএস কোর্সের জন্য সম্মিলিত মেডিকেল ভর্তি পরীক্ষা প্রতি বছর স্বাস্থ্য অধিদপ্তর-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে ১ লক্ষ ৩৯ হাজার ২ শত ১৭ জন শিক্ষার্থী এই প্রবেশিকা পরীক্ষায় অংশ নেয়।[৪] প্রতি বছর বাংলাদেশ মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ১২০ জন দেশি-বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়।[৫]
যোগ্য প্রার্থীরা তাদের পছন্দ অনুযায়ী বাংলাদেশ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পান। বিভিন্ন দেশ থেকে বিদেশী ছাত্ররা যোগ্যতা অনুযায়ী DGHS এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দ্বারা নির্বাচিত হয়।[৬]
কলেজটি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-এর পাঠ্যক্রম অনুসারে ৫-বছরের এমবিবিএস কোর্স পরিচালনা করে। একজন শিক্ষার্থী কোর্সের সময় শারীরস্থান, শারীরতত্ত্ব, প্রাণরসায়ন, রোগবিজ্ঞান, ঔষধবিজ্ঞান, অণুজীববিজ্ঞান, ফরেনসিক মেডিসিন, জনস্বাস্থ্য, চিকিৎসাবিজ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়, অস্ত্রোপচার, স্ত্রীরোগ ও প্রসূতিবিজ্ঞান এবং ধাত্রীবিদ্যা অধ্যয়ন করে।
কোর্সটি ৪টি পর্বে বিভক্ত। প্রতি এক বছর পরপর একটি করে মোট চারটি পেশাগত পরীক্ষা হয় যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হয়। চতুর্থ বা চূড়ান্ত পেশাদার পরীক্ষায় উত্তীর্ণ হলে একজন শিক্ষার্থীকে এমবিবিএস ডিগ্রি প্রদান করা হয়। কোর্স কারিকুলামের শতাংশ সিস্টেম গ্রেডিং অনুসারে দেওয়া হয়। কলেজের অভ্যন্তরীণ ও পেশাগত পরীক্ষায় পাস নম্বর ৬০ শতাংশ। শিক্ষার্থীদের লিখিত (MCQ + SAQ + গঠনমূলক), মৌখিক, ব্যবহারিক এবং ক্লিনিকাল পরীক্ষা আলাদাভাবে পাস করতে হয়। স্নাতকের পর এক বছরের ইন্টার্নশিপ সকল স্নাতকের জন্য বাধ্যতামূলক। ডিগ্রিটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।[৭][তথ্যসূত্র প্রয়োজন]
ক্যাম্পাস
সম্পাদনাকলেজটি ঢাকার ধানমন্ডি থানায় অবস্থিত।[৮] কলেজের একাডেমিক ভবনটি ছয়তলার ও ৫০০ শয্যার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সাথে সংযুক্ত।[৯]
সংগঠন ও প্রশাসন
সম্পাদনাকলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।[৮] [১০]
একাডেমিক
সম্পাদনাকলেজটি পাঁচ বছরের অধ্যয়ন কোর্স অফার করে যা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) দ্বারা অনুমোদিত। চূড়ান্ত পেশাদার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, এক বছরের ইন্টার্নশিপ বাধ্যতামূলক। মেডিসিন অনুশীলনের জন্য বিএমডিসি থেকে নিবন্ধন পাওয়ার জন্য ইন্টার্নশিপ পূর্বশর্ত।[৮] [১১] অক্টোবর ২০১৪-এ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বেসরকারী মেডিকেল কলেজগুলিতে তাদের পাঁচ বছরের কোর্সের জন্য মোট ১৯,৯০,০০০ বাংলাদেশী টাকা ভর্তি এবং টিউশন ফি নির্ধারণ করে।[১২]
জার্নাল
সম্পাদনাবাংলাদেশ মেডিকেল কলেজ জার্নাল কলেজের অফিসিয়াল জার্নাল। এটি একটি পিয়ার-পর্যালোচিত, ওপেন অ্যাক্সেস জার্নাল যা অর্ধ-বার্ষিকভাবে প্রকাশিত। এটি গবেষণা নিবন্ধ, বর্তমান আগ্রহের বিষয়ের উপর নিবন্ধ এবং আকর্ষণীয় কেস রিপোর্ট নিয়ে লেখা গ্রহণ করে।[১৩][১৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলাদেশ মেডিক্যাল কলেজ"।
- ↑ "Message of Chairman"। Bangladesh Medical College। ৯ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Faculty List"। Bangladesh Medical College। ৩ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Medical Admission Circular 2024 in Bangladesh - Doctors Gang"। ২৯ জানুয়ারি ২০২৪।
- ↑ "Basic Information - Bangladesh Medical College"। ১৮ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৪।
- ↑ "List of foreign students selected for admission in Private Medical Colleges"। dghs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৬।
- ↑ MBBS Curriculum Update 2012। "BM&DC"। Bangladesh Medical & Dental Council (ইংরেজি ভাষায়)। ২৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৪।
- ↑ ক খ গ "Bangladesh Medical College (BMSRI)"। World Directory of Medical Schools।
- ↑ "About BMC"। Bangladesh Medical College। ৩ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "List of Constituent Colleges/Institutes under the University of Dhaka"। University of Dhaka। ৩০ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "List of Recognized medical and dental colleges"। Bangladesh Medical & Dental Council।
- ↑ "Govt to fix maximum fees"। New Age। Dhaka। ২৭ অক্টোবর ২০১৪। ১০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Information for Contributors" (পিডিএফ)। Bangladesh Medical College। ১৩ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Welcome to BMC Journal"। Bangladesh Medical College। ৯ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫।