বাংলাদেশ পুলিশ পদক
বাংলাদেশ পুলিশ পদক প্রতিবছর বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ এবং অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের জন্য স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
বাংলাদেশ পুলিশ পদক
সম্পাদনাবাংলাদেশ পুলিশ পদক | |
---|---|
পুরস্কারদাতা দেশ বাংলাদেশ | |
ধরন | পদক |
যোগ্যতা | বাংলাদেশ পুলিশের সদস্য |
পুরস্কৃত হওয়ার কারণ | অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজ |
ফিতা |
বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে প্রতিবছর অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে বাংলাদেশের প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই পদক পরিয়ে দেন।[১][২] যারা এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম উপাধি যুক্ত হয়। যারা একাধিক বার এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম (বার) উপাধি যুক্ত হয়।
বাংলাদেশ পুলিশ পদক (সেবা)
সম্পাদনাবাংলাদেশ পুলিশ পদক (সেবা) | |
---|---|
পুরস্কারদাতা দেশ বাংলাদেশ | |
ধরন | পদক |
যোগ্যতা | বাংলাদেশ পুলিশের সদস্য |
পুরস্কৃত হওয়ার কারণ | অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শন |
ফিতা |
নিজ নিজ ক্ষেত্রে নিম্নলিখিত অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের জন্য মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে বিপিএম - সেবা পদকে ভূষিত করা হয়।[৩][৪]
ক. যারা বিগত সময়ে সৃজনশীল উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনয়ন অথবা দক্ষতা বৃদ্ধি অথবা উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন দপ্তর ও শাখায় দৃশ্যমান অবদান রেখেছেন।
খ. যারা বিগত সময়ে রাষ্ট্রীয় বা সামাজিক দিক হতে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করে রহস্য উদ্ঘাটন করতঃ অপরাধীদের আইনের আওতায় সোপর্দের ব্যবস্থা করেছেন।
গ, যুগোপযোগী অপরাধ নিয়ন্ত্রণ প্রক্রিয়া প্রবর্তনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণসহ অন্যান্য কাজ সম্পাদনে প্রশংসনীয় অবদান রেখেছেন।
ঘ. যারা বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বে থেকে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে সার্বিকভাবে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জল করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
এই পদকের জন্য সম্মানী প্রদান করা হয়।
প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাকে এই পদক পরিয়ে দেন।
যারা এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম (সেবা) উপাধি যুক্ত হয়। যারা একাধিক বার এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম (বার) উপাধি যুক্ত হয়।
রাষ্ট্রপতি পুলিশ পদক
সম্পাদনারাষ্ট্রপতি পুলিশ পদক | |
---|---|
পুরস্কারদাতা দেশ বাংলাদেশ | |
ধরন | পদক |
যোগ্যতা | বাংলাদেশ পুলিশের সদস্য |
পুরস্কৃত হওয়ার কারণ | বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজ |
ফিতা |
বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে প্রতিবছর পিপিএম পদকে ভূষিত করা হয়।
এই পদকের জন্য সম্মানী প্রদান করা হয়।[৫][৬]
প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাকে এই পদক পরিয়ে দেন।
যারা এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে পিপিএম (সেবা) উপাধি যুক্ত হয়। যারা একাধিক বার এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে পিপিএম (বার) উপাধি যুক্ত হয়।
রাষ্ট্রপতি পুলিশ পদক (সেবা)
সম্পাদনারাষ্ট্রপতি পুলিশ পদক - সেবা | |
---|---|
পুরস্কারদাতা দেশ বাংলাদেশ | |
ধরন | পদক |
যোগ্যতা | বাংলাদেশ পুলিশের সদস্য |
পুরস্কৃত হওয়ার কারণ | অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শন |
ফিতা |
নিজ নিজ ক্ষেত্রে নিম্নলিখিত অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের। জন্য মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে পিপিএম - সেবা পদকে ভূষিত করা হয়।[৭][৮]
ক. যারা বিগত সময়ে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন দপ্তর ও শাখায় দৃশ্যমান অবদান রেখেছেন।
খ. যারা বিগত সময়ে গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে অথবা তদন্তকার্যে সহায়তা করে রহস্য উদ্ঘাটন করতঃ অপরাধীদের আইনের আওতায় সোপর্দের ব্যবস্থা করে জনজীবনের নিরাপত্তা বিধানে এবং যুগোপযোগী অপরাধ নিয়ন্ত্রণ প্রক্রিয়া প্রবর্তনের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটের অপরাধ নিয়ন্ত্রণসহ অন্যান্য কাজ সম্পাদনে প্রশংসনীয় অবদান রেখেছেন।
গ. যারা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বে থেকে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে সার্বিকভাবে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জল করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
এই পদকের জন্য সম্মানী প্রদান করা হয়।
প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাকে এই পদক পরিয়ে দেন।
যারা এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে পিপিএম (সেবা) উপাধি যুক্ত হয়। যারা একাধিক বার এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে পিপিএম (বার) উপাধি যুক্ত হয়।
আইজি'স ব্যাজ
সম্পাদনাপ্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ বা আইজি'স ব্যাজ প্রদান করা হয়।[৯]
সাল | বিপিএম | বিপিএম (সেবা) | পিপিএম | পিপিএম (সেবা) | মোট |
---|---|---|---|---|---|
২০১৯ | ১৪ | ২৮ | ২০ | ৫৬ | ১১৮[১০] |
২০১৮ | ৪০ | ১০৪ | ৬২ | ১৪৩ | ৩৪৯[১১] |
২০১৭ | ৩০ | ২৮ | ৭১ | ৫৩ | ১৮২ |
২০১৬ | ১৩২ | ||||
২০১৫ | ১০২ | ||||
২০১৪ | ৮৬ | ||||
২০১৩ | ২০ | ||||
২০১২ | ৪০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বিপিএম ও পিপিএম পদক ২০১৯ পেলেন যাঁরা"। ডিএমপি নিউজ। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪।
- ↑ "বিপিএম-পিপিএম পাচ্ছেন যারা | banglatribune.com"। বাংলা ট্রিবিউন। ২০১৯-১১-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪।
- ↑ "পুলিশের বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন যারা"। বাংলা ট্রিবিউন। ২০২০-০২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪।
- ↑ "এবার বিপিএম-পিপিএম পদক পেলেন যারা"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪।
- ↑ "পুলিশ সপ্তাহ ২০১৯: বিপিএম-পিপিএম পাচ্ছেন যারা | banglatribune.com"। বাংলা ট্রিবিউন। ২০১৯-১১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪।
- ↑ "বিপিএম-পিপিএম পদক পেলেন ডিএমপির ৩০ কর্মকর্তা"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪।
- ↑ Dhakatimes24.com। "পিপিএম সেবা পদক পাচ্ছেন শ্যামল কুমার মুখার্জী"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪।
- ↑ "পিপিএম সেবা পদক পেলেন কামরুজ্জামান"। Bhorer Kagoj। ২০২০-০১-০৫। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪।
- ↑ "'আইজিপি ব্যাজ' পাচ্ছেন ৫৯৫ পুলিশ সদস্য | banglatribune.com"। বাংলা ট্রিবিউন। ২০২০-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪।
- ↑ "পুলিশ সপ্তাহ শুরু আজ: বিপিএম পিপিএম পাচ্ছেন ১১৮ জন"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪।
- ↑ "পুলিশ সপ্তাহে বিপিএম পিপিএম পদক পাচ্ছেন ৩৪৯ জন"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪।