বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড বঙ্গবন্ধু হাইটেক সিটিতে স্থাপিত টিয়ার ফোর গোল্ড ফল্ট টলারেন্ট ডাটা সেন্টার পরিচালনা করার লক্ষে ২০১৯ সালে প্রতিষ্ঠিত ও বাংলাদেশের মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত বাংলাদেশ সরকার মালিকানাধীন একটি কোম্পানি।[২] কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোঃ শামসুল আরেফিন ও এর ব্যবস্থাপনা পরিচালক জোহরা বেগম।[৩][৪]
গঠিত | ২০১৯ |
---|---|
ধরন | সরকার মালিকানাধীন কোম্পানি |
চেয়ারম্যান | মোঃ শামসুল আরেফিন[১] |
ব্যবস্থাপনা পরিচালক | আতাউর রহমান খান এনডিসি |
ওয়েবসাইট | bdccl |
ইতিহাস
সম্পাদনা২০১৯ সালে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় ও ১৬ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। এটি ডাটা সেন্টার রক্ষণাবেক্ষণ, ডাটা সেন্টারের আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জন ও ধারণ করা, আন্তর্জাতিক সার্টিফিকেশন অনুযায়ী সকল মানদণ্ড বজায় রাখা এবং আন্তর্জাতিক মান অনুযায়ী ই-সেবা প্রদানের লক্ষে কাজ করে।
২০২২ সালে বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) এবং জেননেক্সট টেকনোলজি লিমিটেড যৌথ উদ্যোগে মেঘনা ক্লাউড নামে বাংলাদেশের প্রথম ক্লাউড ডেটা সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে।[৫][৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২৩।
- ↑ "বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল)"। bdccl.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Bangladesh Data Center Company Limited (BDCCL)"। bdccl.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল)"। bdccl.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দেশের প্রথম ক্লাউড ডেটা সেন্টার হবে 'মেঘনা ক্লাউড'"। banglanews24.com। ২০২৩-০১-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১০।
- ↑ Desk, Technology। "'মেঘনা ক্লাউড' হবে দেশের প্রথম ক্লাউড ডেটা সেন্টার"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১০।