বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড

বাংলাদেশ সরকার মালিকানাধীন কোম্পানি

বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড বঙ্গবন্ধু হাইটেক সিটিতে স্থাপিত টিয়ার ফোর গোল্ড ফল্ট টলারেন্ট ডাটা সেন্টার পরিচালনা করার লক্ষে ২০১৯ সালে প্রতিষ্ঠিত ও বাংলাদেশের মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত বাংলাদেশ সরকার মালিকানাধীন একটি কোম্পানি।[] কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোঃ শামসুল আরেফিন ও এর ব্যবস্থাপনা পরিচালক জোহরা বেগম।[][]

বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড
গঠিত২০১৯; ৬ বছর আগে (2019)
ধরনসরকার মালিকানাধীন কোম্পানি
চেয়ারম্যান
মোঃ শামসুল আরেফিন[]
ব্যবস্থাপনা পরিচালক
আতাউর রহমান খান এনডিসি
ওয়েবসাইটbdccl.portal.gov.bd

ইতিহাস

সম্পাদনা

২০১৯ সালে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় ও ১৬ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। এটি ডাটা সেন্টার রক্ষণাবেক্ষণ, ডাটা সেন্টারের আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জন ও ধারণ করা, আন্তর্জাতিক সার্টিফিকেশন অনুযায়ী সকল মানদণ্ড বজায় রাখা এবং আন্তর্জাতিক মান অনুযায়ী ই-সেবা প্রদানের লক্ষে কাজ করে।

২০২২ সালে বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) এবং জেননেক্সট টেকনোলজি লিমিটেড যৌথ উদ্যোগে মেঘনা ক্লাউড নামে বাংলাদেশের প্রথম ক্লাউড ডেটা সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২৩ 
  2. "বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল)"bdccl.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Bangladesh Data Center Company Limited (BDCCL)"bdccl.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল)"bdccl.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "দেশের প্রথম ক্লাউড ডেটা সেন্টার হবে 'মেঘনা ক্লাউড'"banglanews24.com। ২০২৩-০১-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১০ 
  6. Desk, Technology। "'মেঘনা ক্লাউড' হবে দেশের প্রথম ক্লাউড ডেটা সেন্টার"dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১০