বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বাংলাদেশের ঢাকায় অবস্থিত সরকারি কমিশন। বিচার বিভাগের যেকোন পদে নিয়োগ দানের ব্যাপারে এবং এর সাথে সংশ্লিষ্ট কোনো ব্যাপারে যদি কোনো প্রশ্নের উদ্ভব হয় সে ব্যাপারে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া উক্ত কমিশনের দায়িত্ব।[১][২][৩][৪] ২০০৭ সালের ১লা নভেম্বর বিচার বিভাগ পৃথকীকরণের মাধ্যমে সৃষ্টি হয়। এর মাধ্যমে "বিচার" ক্যাডার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) থেকে আলাদা হয়ে যায়। জুডিসিয়াল সার্ভিস কমিশন বিচার বিভাগীয় কর্মকর্তাদের (জুডিসিয়াল অফিসার) নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন।
গঠিত | ২০০৭ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | www |
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিগণ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সহকারী জজ হিসেবে যোগদান করেন। পূর্বে সহকারী জজদের "মুন্সেফ" নামে অভিহিত করা হতো। আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন না করলে বিজেএস পরীক্ষায় অংশগ্রহণ করা যায় না।
ইতিহাস
সম্পাদনাকমিশনটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের একজন বিচারপতি নির্বাচিত হয়ে থাকেন। [১] চেয়ারম্যান এবং ১০ সদস্য পরিচালনা কমিটি পরিচালনা করে। উদ্ধৃতি ত্রুটি: <ref>
ট্যাগের ক্ষেত্রে </ref>
ট্যাগ যোগ করা হয়নি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ কাজী এবাদুল হক (২০১২)। "জুডিশিয়াল সার্ভিস কমিশন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Judicial Service Commission brings change to recruitment test system"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৬।
- ↑ "Chittagong University wins Henry Dunant moot"। ঢাকা ট্রিবিউন। ২৪ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৬।
- ↑ "সহকারী জজ হতে চাইলে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১২।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |