বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন
বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন [১] বাংলাদেশের পাটকল মালিকদের একটি সমিতি।[২][৩] এটি বাংলাদেশ পাট স্পিনারস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশের পাট শিল্পের প্রতিনিধিত্ব করে।[৪][৫] আবদুল বারিক খান এই সমিতির সম্পাদক।[৬]
গঠিত | ১৯৮২ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশে |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন |
ইতিহাস
সম্পাদনাপাট বাংলাদেশের একটি প্রধান শিল্প এবং ১৯৪৭-১৯৪৮ সালে পূর্ববঙ্গ থেকে রফতানির ৮০ শতাংশ ছিল। ১৯৬৯-১৯৭০ সময়কালে পাট থেকে পাকিস্তানের মোট বৈদেশিক মুদ্রা ৪৬ শতাংশ অর্জিত হত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সরকার বাংলাদেশ পাট মিল কর্পোরেশনের অধীনে বড় পাটকলগুলি জাতীয়করণ করে। ১৯৭৫-১৯৭৬ সালের মধ্যে বাংলাদেশ থেকে রফতানিকৃত দ্রব্যের মধ্যে পাট রফতানি মাত্র ২৫ শতাংশে নেমে এসেছিল। সরকার পাটকলগুলির জাতীয়করণ বাতিল এবং এদের ব্যক্তিগত মালিকানাতে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করার সাথে সাথে ১৯৮২ সালে বাংলাদেশ পাট মিলস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয়।[৭][৮]
বাংলাদেশ পাট মিলস অ্যাসোসিয়েশন ৩৫ টি পাটকল নিয়ে গঠিত। ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশের পাটকলগুলি ১০০ হাজার মেট্রিক টন পাট উৎপাদন করেছিল।[৯] ২০১৩ সালের মধ্যে সদস্য বেড়ে ৮৮ টি পাটকলকে অন্তর্ভুক্ত করে প্রসারিত হয়েছিল। [১০] সদস্য বেড়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন পাটকলগুলি উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারীকরণ করেছিল।[তথ্যসূত্র প্রয়োজন] ২০০৩ সালে বাংলাদেশ পাট মিলস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় মির্জা আলী বহরোজ ইস্পাহানী সমিতির চেয়ারম্যান নির্বাচিত হন।[১১] সমিতি একটি উদ্দীপনা প্যাকেজ সরবরাহের জন্য বাংলাদেশ সরকারকে তদবির করে চলেছে।[৫] বাংলাদেশ পাটজাত পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক রেখেছিল। [১২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দুঃসময়ে পাট, বন্ধ হচ্ছে একের পর এক পাটকল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।
- ↑ Bhaskar, V.; Khan, Mushtaq (১৯৯৫)। "Privatization and Employment: A Study of the Jute Industry in Bangladesh": 267–273। জেস্টোর 2118009।
- ↑ Kathuria, Sanjay; Malouche, Mariem Mezghenni (২০১৬)। Attracting Investment in Bangladesh—Sectoral Analyses: A Diagnostic Trade Integration Study (ইংরেজি ভাষায়)। World Bank Publications। আইএসবিএন 9781464809255। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।
- ↑ "Export earnings from jute fall 20pc in FY19"। theindependentbd.com। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।
- ↑ ক খ "Stimulus for jute millers"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৫ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।
- ↑ "India closer to imposing ADD on Bangladesh jute sacking cloth"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।
- ↑ এস.এম হুমায়ুন কবির (২০১২)। "পাট"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ পাট শিল্প (২০১২)। "এম মোফাখখারুল ইসলাম"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ Roul, Chhabilendra (২০০৯)। The International Jute Commodity System (ইংরেজি ভাষায়)। Northern Book Centre। পৃষ্ঠা 233। আইএসবিএন 9788172112745।
- ↑ Dept, International Monetary Fund Asia and Pacific (২০১৩)। Bangladesh: Poverty Reduction Strategy Paper (ইংরেজি ভাষায়)। International Monetary Fund। পৃষ্ঠা 89। আইএসবিএন 9781475543520। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।
- ↑ "New chairman, vice-chairman of BJMA"। দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "India slaps anti-dumping duty on jute cloth"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।