বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ সংক্ষেপে বাউকসু নামে পরিচিত। বিশ্ববিদ্যালয় থেকে সৎ, মেধাবী এবং দেশপ্রেমিক ছাত্র নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে ১৯৬১ সালে বাকসু প্রতিষ্ঠিত হয়।[১]
সংক্ষেপে | বাউকসু |
---|---|
গঠিত | ১৯৬১ |
সদরদপ্তর | বাউকসু ভবন |
অবস্থান |
ইতিহাস
সম্পাদনাবিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সম্মিলন কেন্দ্রে (টিএসসি বাকসুর কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত।[২]
নির্বাচন
সম্পাদনা১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৯৯৮ সাল পর্যন্ত নিয়মিত বাকসু নির্বাচন হয়েছে। পরবর্তীতে ২০ বছর ধরে কোন নির্বাচন হয়নি। [৩][৪]
বাকসু নেতৃবৃন্দের তালিকা
সম্পাদনাক্রমিক ১ | সাল১৯৯৭ | মিলনায়তন সম্পাদকঃ রেজাউল করিম হাসু | ছাত্র সংগঠন ছাত্রদল | জিএস | ছাত্র সংগঠন |
---|
তথ্যসূত্র:
সম্পাদনা- ↑ "ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে"। samakal.com। দৈনিক সমকাল। জানুয়ারি ১৯, ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাকসুর দাবি সবার"। জাগো নিউজ। জাগো নিউজ। ২৮ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৯।
- ↑ ক খ "বাকসু নেই ১৮ বছর"। kalerkantho.com। দৈনিক কালের কন্ঠ। ২৫ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৯।
- ↑ "দুই দশক ধরে বন্ধ বাকসু নির্বাচন"। dbcnews.tv। dbcnews.tv। ২৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]