বাংলাদেশ কম্পিউটার সোসাইটি
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) বাংলাদেশের কম্পিউটার এবং তথ্য সিস্টেমের ক্ষেত্রে অগ্রণী পেশাদার এবং শিক্ষিত সমাজ হিসেবে বিবেচিত। এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[১] বাংলাদেশ সরকারের নিবন্ধন নং -১৬৩৮ (৫৩)/৯৫। এটি আইইইই কম্পিউটার সোসাইটির সিস্টার সোসাইটিও।[২]
সংক্ষেপে | বিসিএস |
---|---|
গঠিত | ১৯৭৯ |
ধরন | Professional society |
অবস্থান |
|
স্থানাঙ্ক | ২২°৪৮′৩০″ উত্তর ৮৯°৩৩′২২″ পূর্ব / ২২.৮০৮৪° উত্তর ৮৯.৫৫৬২° পূর্ব |
প্রেসিডেন্ট | অধ্যাপক ড. শরিফ উদ্দিন |
ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) | প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া |
ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) | সহকারী অধ্যাপক রেজাউল করিম |
ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাডেমিক) | অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল হুদা |
ওয়েবসাইট | bcsbd |
সদস্যতা
সম্পাদনাসোসাইটির সদস্যপদে পাঁচটি বিভাগ রয়েছে।
- ছাত্র সদস্য
- স্নাতক সদস্য
- সহযোগী সদস্য
- সদস্য
- সহকর্মী
বিসিএস পেশাদার সদস্যপদ একটি শিল্প মানদণ্ড। এর সদস্যপদ গ্রেডগুলো শিক্ষার্থী এবং স্নাতক দিয়ে শুরু হয়, তারপরে উচ্চতর দক্ষ ও অভিজ্ঞ অনুশীলনকারীদের জন্য সহযোগী, সদস্য এবং ফেলোদের পেশাদার গ্রেডক্রমে সদস্যপদ ক্রম বৃদ্ধি পায়।
বিসিএস এবং আইএসইবি যোগ্য আইটি পেশাদারদের জ্ঞান এবং দক্ষতা সম্প্রসারণ করতে যে সব সহায়তা করে-
- নেটওয়ার্কিং
- সদস্য ছাড়
- প্রকাশনা
- জ্ঞান পরিষেবাদি
- প্রশিক্ষণ ও উন্নয়ন
সম্পর্কিত
সম্পাদনা- আমেরিকান অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স (এএএএস)
- আমেরিকান অটোমেটিক কন্ট্রোল কাউন্সিল (এএসিসি)
- বাংলাদেশ তরুণ ট্যুরিস্ট ক্লাব (ওয়াইটিসি)
- বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)
- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)
- কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট (সিটিআই)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bangladesh Computer Society"। nestdigi (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৩।
- ↑ "Sister Societies"। IEEE Computer Society। ৩ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২০।