বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন

বাংলাদেশে ইস্পোর্টসের নিয়ন্ত্রক সংস্থা

বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন (BYDESA) বাংলাদেশে ইস্পোর্টস-এর জাতীয় পরিচালনা পরিষদ। এটি ইন্টারন্যাশনাল ইস্পোর্টস ফেডারেশন, গ্লোবাল ইস্পোর্টস ফেডারেশন এবং এশিয়ান ইলেকট্রনিক স্পোর্টস ফেডারেশনের সদস্য।

বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন
ক্রীড়াইস্পোর্টস
সংক্ষেপেবিওয়াইডিইএসএ
প্রতিষ্ঠাকাল২০২১; ৪ বছর আগে (2021)
অধিভুক্তইন্টারন্যাশনাল ইস্পোর্টস ফেডারেশন
গ্লোবাল ইস্পোর্টস ফেডারেশন
আঞ্চলিক অধিভুক্তিএশিয়ান ইলেকট্রনিক স্পোর্টস ফেডারেশন
সদর দফতরঢাকা, বাংলাদেশ
সভাপতিআরেফা পারভীন তাপসী
সহ সভাপতিমোহাম্মদ আলীউর রহমান
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
www.bydesa.org
বাংলাদেশ

বিওয়াইডিইএসএ'র সাংগঠনিক চার্ট

সম্পাদনা
পদবী নাম
সভাপতি আরেফা পারভীন তাপসী
সহ-সভাপতি অমিত রিচার্ড
কাজী নেওয়াজ ইবনে মাহতাব
মোহাম্মদ বিন এনাম
সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীউর রহমান
যুগ্ম সম্পাদক জুশান আমীম
কোষাধ্যক্ষ কাজী ফজলে রাব্বি
সাংগঠনিক সম্পাদক রাহিব রেজা
মহিলা বিষয়ক সম্পাদক জারিন নাওয়ার
উপ-সম্পাদক সাদমান সাকিব খান সৌরভ
দপ্তর সম্পাদক মেহের জাবিন
কার্যনির্বাহী সদস্য শেখ রেজাউর রহমান
গোলাম আফরা
মোহাম্মদ আবদুর রহমান
রোহানা রশিদ
মহাপরিচালক আগা রাফসান
উপ-পরিচালক, ব্যবসায় উন্নয়ন আহতিশাম সীমান্ত
উপ-পরিচালক, বিপণন নাফিজ আলম
উপ-পরিচালক, যোগাযোগ জাওয়াদ সরকার

ইতিহাস

সম্পাদনা

এটি ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়।

২০২২ সালে বিওয়াইডিইএসএ বাংলাদেশে বিভিন্ন প্রতিযোগিতা এবং অনুষ্ঠানের আয়োজন করে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হলো রোড টু আইইএসএফ, রোড টু জিইজি এবং এশিয়ান গেমসের জাতীয় বাছাইপর্ব।

২০২৩ সালে বিওয়াইডিইএসএ আইইএসএফের ওয়ার্ল্ড ইস্পোর্টস চ্যাম্পিয়নশিপ, গ্লোবাল ইস্পোর্টস গেমস ২০২৩-এর মতো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ও অংশগ্রহণ করে এবং আঞ্চলিক এশিয়ান গেমসগুলোতে অংশগ্রহণ করে।[][] ২০২৪ সালে সংগঠনটি নেটওয়ার্ক অব অ্যাকাডেমিক অ্যান্ড স্কলাস্টিক ইস্পোর্টস ফেডারেশনস-এর সদস্যপদ পাওয়ার পর বাংলাদেশ স্কলাস্টিক ইস্পোর্টস প্রোগ্রামস ঘোষণা করে।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bangladesh Youth Development and Electronic Sports Association"। International Esports Federation। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৮ 
  2. "Bangladesh Youth Development & Electronic Sports Association Joins AESF"। Asian Electronic Sports Federation। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৮ 
  3. "Bangladesh BYDESA"www.nasef.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-০৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা