বাংলাদেশ আর্চারি ফেডারেশন
বাংলাদেশ আর্চারি ফেডারেশন হল তীরন্দাজের জন্য বাংলাদেশের জাতীয় ফেডারেশন এবং এটি বাংলাদেশে এই খেলা পরিচালনার জন্য দায়বদ্ধ।[১] কাজী রাজিব উদ্দিন আহমেদ ফেডারেশনের সাধারণ সম্পাদক।[২] এম মইনুল ইসলাম বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি।[৩]
গঠিত | ২০০১ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | বাংলাদেশের আর্চারি ফেডারেশন |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশ আর্চারি ফেডারেশন ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ২০০৩ সালে ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের একটি অনুমোদিত প্রতিষ্ঠানে পরিণত হয়।[৪] নভেম্বর ২০১৯ এ, ফাউন্ডেশনটি তীর আটার মালিকানাধীন প্রতিষ্ঠান সিটি গ্রুপের স্পনসরশিপ পেয়েছে।[৫] ২০২০ অলিম্পিকে এই প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া খেলোয়াড় সেরা ১৬ পর্যন্ত যেতে পেরেছিল।[তথ্যসূত্র প্রয়োজন]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "All quiet in sports hub"। New Age। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- ↑ "SA Games in focus as archers leave Wednesday for Asian Archery"। ঢাকা ট্রিবিউন। ১৯ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- ↑ "Ruman shines in World Archery Champs"। দৈনিক প্রথম আলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- ↑ "Bangladesh Archery Federation"। World Archery (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০।
- ↑ "City Group continues financial support for archery"। ঢাকা ট্রিবিউন। ১০ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।