বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হল বাংলাদেশের বীমা খাতের নিয়ন্ত্রণ ও উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত একটি সরকারী সংস্থা।[]

বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
ধরনসরকারি সংস্থা
সদরদপ্তরসাধারণ বীমা কর্পোরেশন টাওয়ার (অষ্টম তলা), ৩৭/এ, দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ
ওয়েবসাইটidra.org.bd

ইতিহাস

সম্পাদনা

২০১০ সালের ৩ মার্চ বাংলাদেশের সংসদ বীমা শিল্পের জন্য নিয়ন্ত্রণমূলক কাঠামো আরও জোরদার করার জন্য দুটি বীমা আইন পাস করে।

দেশে ৭৭টি বীমা সংস্থা কাজ করছে। সংস্থাগুলি আইন ও নির্দেশিকার অধীনে নিয়ন্ত্রিত হবে এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর তদারকি করবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ ব্যবসা-বাণিজ্যে ঝুঁকি হ্রাস করে এবং বাংলাদেশের অর্থনীতির জন্য স্থানীয় ও আন্তর্জাতিক বীমা আইনকে একত্রীকরণের মাধ্যমে এই খাতকে আরও ভাল নিয়ন্ত্রণের পথ সুগম করে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বীমা পলিসিধারী, সুবিধাভোগীদের স্বার্থ রক্ষা এবং বীমা খাতের স্থিতিশীলতা নিশ্চিত করার চেষ্টা করে।[] দুইটি রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা - সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়।

সাংগঠনিক কাঠামো

সম্পাদনা

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একজন চেয়ারম্যান ও চার জন সদস্য দ্বারা পরিচালিত:

  • ড. এম আসলাম আলম - চেয়ারম্যান
  • মো. ফজলুল হক - সদস্য (প্রশাসন)
  • মিজ তানজিনা ইসমাইল - সদস্য (আইন)[]
  • মো. আপেল মাহমুদ ACII (UK) - সদস্য (লাইফ)
  • মোহাম্মদ আবু বকর সিদ্দিক - সদস্য (নন-লাইফ)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Regulators of the Financial System of Bangladesh"। ২০১৫-০৯-১৯। 
  2. "Bangladesh Insurance Market Report 2017"। ২০১৮-০৪-১৬। ২০১৯-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-৩০ 
  3. "আইডিআরএ'র সদস্য পদে নিয়োগ–২০২৪"ইন্সুরেন্স নিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০২৪-১২-০৩