বাংলাদেশের ছাত্র সংগঠনসমূহের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের সংগঠনের নিয়ন্ত্রণে কিছু সহ-সংগঠন পরিচালনা করে থাকে, এগুলোর মধ্যে শিক্ষার্থীদের জন্য ছাত্র সংগঠন অন্যতম। এছাড়া, স্বাধীনভাবেও বেশ কিছু ছাত্র সংগঠন সক্রিয় রয়েছে।
উল্লেখযোগ্য ছাত্র সংগঠন
সংগঠনের নাম | প্রতিষ্ঠাকাল | প্রধান নেতা/সভাপতি | দল | তথ্যসূত্র |
---|---|---|---|---|
বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া | ১ জানুয়ারি ১৯২৯ | মুহাম্মদ জহিরুল ইসলাম | স্বাধীন | |
বাংলাদেশ ছাত্রলীগ | ৪ জানুয়ারি ১৯৪৮ | সাদ্দাম হোসাইন | বাংলাদেশ আওয়ামী লীগ | [১][২] |
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন | ২৬ এপ্রিল ১৯৫২ | মাহির শাহরিয়ার রেজা | বাংলাদেশের কমিউনিস্ট পার্টি | [৩][৪][৫] |
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ৬ ফেব্রুয়ারি ১৯৭৭ | মঞ্জুরুল ইসলাম | বাংলাদেশ জামায়াতে ইসলামী | [৬] |
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল | ১ জানুয়ারি ১৯৭৯ | রাকিবুল ইসলাম রাকিব | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | [৭] |
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা | ২১ জানুয়ারি ১৯৮০ | সাইফুদ্দীন আহমদ | বাংলাদেশ ইসলামী ফ্রন্ট | [৮][৯] |
বিপ্লবী ছাত্র মৈত্রী | ৬ ডিসেম্বর ১৯৮০ | সাদেকুল ইসলাম সোহেল | বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ | [১০] |
বাংলাদেশ ছাত্র মৈত্রী | ৬ ডিসেম্বর ১৯৮০ | কাজী আব্দুল মোতালেব জুয়েল | বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি | [১১][১২] |
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট | ২১ জানুয়ারি ১৯৮৪ | মুক্তা বাড়ৈ | বাংলাদেশের সমাজতান্ত্রিক দল | [১৩][১৪] |
বাংলাদেশ ছাত্র ফেডারেশন | ১০ জানুয়ারি ১৯৮৫ | মশিউর রহমান খান রিচার্ড | গণসংহতি আন্দোলন | [১৫] |
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ | ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | বিন ইয়ামিন মোল্লা | গণঅধিকার পরিষদ | [১৬] |
জাতীয় ছাত্র সমাজ | ২৭ মার্চ ১৯৮৩ | ইব্রাহিম খান জুয়েল | জাতীয় পার্টি (এরশাদ) | |
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস | ৫ জানুয়ারি ১৯৯০ | মুহাম্মদ রায়হান আলী | খেলাফত মজলিস | [১৭] |
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন | ৮ জুন ১৯৯০ | হাফেজ মোঃ জাকির বিল্লাহ | বাংলাদেশ খেলাফত আন্দোলন | |
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ | ২৩ আগষ্ট ১৯৯১ | ইউসুফ আহমদ মানসুর | ইসলামী আন্দোলন বাংলাদেশ | [১৮] |
ছাত্র জমিয়ত বাংলাদেশ | ২৮ জানুয়ারি ১৯৯২ | এখলাসুর রহমান রিয়াদ | জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | |
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল | ১৬ জানুয়ারি ২০২১ | আরিফ মঈনুদ্দীন | বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম | [১৯][২০][২১] |
ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ | ইসলামী ঐক্যজোট | |||
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ | নেজামে ইসলাম পার্টি | |||
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস | মো.কামাল উদ্দিন | বাংলাদেশ খেলাফত মজলিস | ||
বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) | জাতীয় সমাজতান্ত্রিক দল | |||
জাগপা ছাত্রলীগ | আব্দুর রহমান ফারুকী | জাতীয় গণতান্ত্রিক পার্টি | ||
বাংলাদেশ ছাত্রপক্ষ | ১৬ই জুন ২০২৩ | আল আমীন প্রিন্স | আমার বাংলাদেশ পার্টি | |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | ১ জুলাই ২০২৪ | হাসনাত আবদুল্লাহ | স্বাধীন | |
বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) | জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) | |||
নাগরিক ছাত্র ঐক্য | নাগরিক ঐক্য | |||
বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ | বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) | |||
গণতান্ত্রিক ছাত্রদল | লিবারেল ডেমোক্রেটিক পার্টি | |||
বাংলাদেশ ছাত্র মিশন | বাংলাদেশ লেবার পার্টি | |||
বাংলাদেশ ছাত্র ফোরাম | গণফোরাম | |||
ইসলামী ছাত্রসেনা | মুহাম্মদ ফরিদ মজুমদার | ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ | ||
বাংলাদেশ ছাত্র কংগ্রেস | বাংলাদেশ কংগ্রেস | |||
বিপ্লবী ছাত্র পরিষদ | আবদুল ওয়াহেদ | জাতীয় বিপ্লবী পরিষদ | [২২] [২৩] |
তথ্যসূত্র
- ↑ "ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস"। বাংলানিউজ। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০।
- ↑ "বাংলাদেশে ছাত্র সংগঠনগুলোর আয়ের উৎস কী?"। বিবিসি বাংলা। ১৭ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০।
- ↑ "৪২তম কেন্দ্রীয় কমিটি"। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগ্রহের তারিখ জুলাই ৭, ২০২৪।
- ↑ "শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্র ইউনিয়নের ১৭ নেতা-কর্মী বহিষ্কার | খবরের কাগজ"। Khaborer Kagoj-খবরের কাগজ। সংগ্রহের তারিখ ২০২৪-১২-০৭।
- ↑ "সিপিবি, উদীচী ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে মৌলভীবাজারে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ - CPB"। www.cpbbd.org। সংগ্রহের তারিখ ২০২৪-১২-০৭।
- ↑ দিগন্ত, Daily Nayadiganta-নয়া। "ছাত্রশিবিরের সভাপতি রাজিবুর, সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম"। Daily Nayadiganta (নয়া দিগন্ত) : Most Popular Bangla Newspaper। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১০।
- ↑ "ছাত্রদলের ২৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা"। www.kalerkantho.com। ২০২৪-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৪।
- ↑ "ইসলামী ছাত্রসেনার নতুন কমিটি"। বাংলাদেশ প্রতিদিন। ২৯ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৯।
- ↑ "বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮।
- ↑ "বিপ্লবী ছাত্র মৈত্রীর নবগঠিত কমিটির শপথ গ্রহণ"। দেশ রূপান্তর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ছাত্রমৈত্রীর-সভাপতি-জুয়েল-সাধারণ-সম্পাদক-আলো"। বাংলা ট্রিবিউন। ৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২০।
- ↑ "বাংলাদেশ ছাত্র মৈত্রী কারও সঙ্গে একীভূত হয়নি"। বাংলানিউজ। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০।
- ↑ "সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট"। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। ২৯ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২০।
- ↑ "সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা, সম্পাদক শোভন"। দৈনিক সমকাল। ৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২।
- ↑ "ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর, সম্পাদক আরিফ"। banglamirror.net। ২৪ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
- ↑ "ছাত্র অধিকার পরিষদের নতুন সভাপতি বিন ইয়ামিন, সম্পাদক আদীব"। বাংলা ট্রিবিউন। ২৯ আগস্ট ২০২১। ১২ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২।
- ↑ প্রতিবেদক, কালবেলা। "ইসলামী ছাত্র মজলিসের সভাপতি রায়হান, সেক্রেটারি ইমরান"। দৈনিক কালবেলা। সংগ্রহের তারিখ ২০২৪-১২-০৬। অজানা প্যারামিটার
|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ "Leaders - ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-৩০।
- ↑ "সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ভেঙে নতুন সংগঠনের আত্মপ্রকাশ"। প্রথম আলো। ১৬ জানুয়ারি ২০২১।
- ↑ "নতুন ছাত্র সংগঠন 'গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল' এর আত্মপ্রকাশ"। মানবজমিন। ১৬ জানুয়ারি ২০২১।
- ↑ "নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল"। সমকাল। ১৭ জানুয়ারি ২০২১। ১০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "নতুন রাজনৈতিক দল 'জাতীয় বিপ্লবী পরিষদ'র আত্মপ্রকাশ"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৪-১২-২০।
- ↑ নিউজ, সময়। "ড. ইউনূসকে রাষ্ট্রপতি দেখতে চায় বিপ্লবী ছাত্র পরিষদ | বাংলাদেশ"। Somoy News। সংগ্রহের তারিখ ২০২৪-১২-২০।