বাঁশবাড়িয়া ইউনিয়ন, সীতাকুণ্ড
বাঁশবাড়িয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
বাঁশবাড়িয়া | |
---|---|
ইউনিয়ন | |
৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বাঁশবাড়িয়া ইউনিয়ন, সীতাকুণ্ডের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩২′৪৮″ উত্তর ৯১°৪১′৬″ পূর্ব / ২২.৫৪৬৬৭° উত্তর ৯১.৬৮৫০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সীতাকুণ্ড উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ শওকত আলী জাহাঙ্গীর |
আয়তন | |
• মোট | ২৭.৫২ বর্গকিমি (১০.৬৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২২,৮৫৩ |
• জনঘনত্ব | ৮৩০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৪.৭৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩১৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবাঁশবাড়িয়া ইউনিয়নের আয়তন ৬৭৯৯ একর[১] (২৭.৫২ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাঁশবাড়িয়া ইউনিয়নের লোকসংখ্যা ২২,৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ১২,১২৬ জন এবং মহিলা ১০,৭২৭ জন।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাসীতাকুণ্ড উপজেলার মধ্যভাগে বাঁশবাড়িয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বাড়বকুণ্ড ইউনিয়ন, পূর্বে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন, দক্ষিণে কুমিরা ইউনিয়ন এবং পশ্চিমে সন্দ্বীপ চ্যানেল ও সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবাঁশবাড়িয়া ইউনিয়ন সীতাকুণ্ড উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সীতাকুণ্ড মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৪ এর অংশ। এটি বাঁশবাড়িয়া, বোয়ালিয়া, চর বাঁশবাড়িয়া ও জঙ্গল বাঁশবাড়িয়া -এ ৪টি মৌজায় বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | উত্তর বাঁশবাড়িয়া |
২নং ওয়ার্ড | উত্তর বাঁশবাড়িয়া |
৩নং ওয়ার্ড | উত্তর বাঁশবাড়িয়া |
৪নং ওয়ার্ড | মধ্যম বাঁশবাড়িয়া |
৫নং ওয়ার্ড | মধ্যম বাঁশবাড়িয়া |
৬নং ওয়ার্ড | বাঁশবাড়িয়া |
৭নং ওয়ার্ড | বোয়ালিয়া কুল |
৮নং ওয়ার্ড | দক্ষিণ বাঁশবাড়িয়া |
৯নং ওয়ার্ড | আকিলপুর |
নামকরণ
সম্পাদনাবাঁশবাড়িয়া ইউনিয়নের নামকরণ সম্পর্কে কোন ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি। তবে জনশ্রুতি আছে যে, বাঁশবাড়িয়া ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়িতে বাঁশের ঝাড় ছিল। দূর-দুরান্ত থেকে ব্যাবসায়ীরা বাঁশ কিনার জন্য অত্র এলকায় আসত। এখনও সীতাকুণ্ডের অন্যান্য এলাকার তুলনায় এ এলাকায় বেশি হারে বাঁশের ঝাড় বিদ্যমান। ধারণা করা হচ্ছে যে, এক সময় প্রতিটি বাড়িতে বাঁশের ঝাড় ছিল বলেই এ এলাকার নাম 'বাঁশবাড়িয়া'।[৩]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাবাঁশবাড়িয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.৭৮%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- বাঁশবাড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- বায়তুল উলুম ইসলামিয়া আদর্শ মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আর আর টেক্সটাইল মিলস সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বাঁশবাড়িয়া রহমতের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জমাদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ বাঁশবাড়িয়া হাজীপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাবাঁশবাড়িয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব ধরনের যানবাহনের মাধ্যমে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাবাঁশবাড়িয়া ইউনিয়নে ৩২টি মসজিদ[৫], ৮টি ঈদগাহ[৬] ও ৭টি মন্দির[৭] রয়েছে।
খাল ও নদী
সম্পাদনাবাঁশবাড়িয়া ইউনিয়নের পশ্চিম পাশে সন্দ্বীপ চ্যানেল। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বোয়ালিয়াকুল খাল, সিকদার খাল, ডেমরা খাল এবং হেতালিয়া খাল।[৮]
হাট-বাজার
সম্পাদনাবাঁশবাড়িয়া ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল বাঁশবাড়িয়া বাজার এবং কোট্টা বাজার।[২]
দর্শনীয় স্থান
সম্পাদনা- বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
- বাঁশবাড়িয়া রাবার বাগান
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- আজিজুল হক চৌধুরী –– বীর মুক্তিযোদ্ধা, পাকিস্তান আমলে বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান, চট্টগ্রাম জেলার এনজিও ব্যুরোর প্রাক্তন প্রধান পরিচালক, এফপিএবি এর প্রতিষ্ঠাতা ও সফল আইনজীবী।
- আতন মিয়া চৌধুরী –– বাঁশবাড়িয়া ইউনিয়নের প্রথম চেয়ারম্যান।
- দিদারুল আলম চৌধুরী –– বাঁশবাড়িয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও শিক্ষানুরাগী।
- সরওয়ার কামাল –– বীর মুক্তিযোদ্ধা।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ শওকত আলী জাহাঙ্গীর[৯]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মোহাম্মদ আতন মিয়া চৌধুরী | ইংরেজ আমল |
০২ | মোহাম্মদ মোস্তফা চৌধুরী | ইংরেজ আমল/পাক-আমল |
০৩ | মোহাম্মদ খলিল আহমদ চৌধুরী | পাক-আমল |
০৪ | মোহাম্মদ বজল আহমদ চৌধুরী | পাক-আমল |
০৫ | এডভোকেট মোহাম্মদ আজিজুল হক চৌধুরী | পাক-আমল |
০৬ | মোহাম্মদ জানে আলম চৌধুরী | ১৯৭৩-১৯৭৬ |
০৭ | মোহাম্মদ ইসহাক মিয়া | ১৯৭৬-১৯৮৪ |
০৮ | মোহাম্মদ মোস্তফা কামাল উদ্দীন | ১৯৮৪-১৯৮৮ |
০৯ | মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী | ১৯৮৮-১৯৯২ |
১০ | মোহাম্মদ আবুল বশর ভূঁইয়া | ১৯৯২-১৯৯৬ |
১১ | মোহাম্মদ আজিজুল হক ইঞ্জিনিয়ার | ১৯৯৬-২০১১ |
১২ | মোহাম্মদ শওকত আলী জাহাঙ্গীর | ২০১১-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "সীতাকুন্ড উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ ঘ ঙ চ "এক নজরে বাঁশবাড়ীয়া - বাঁশবাড়ীয়া ইউনিয়ন - বাঁশবাড়ীয়া ইউনিয়ন"। banshbariaup.chittagong.gov.bd। ২৯ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৭।
- ↑ "বাঁশবাড়ীয়া ইউনিয়নের ইতিহাস - বাঁশবাড়ীয়া ইউনিয়ন - বাঁশবাড়ীয়া ইউনিয়ন"। banshbariaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "প্রাথমিকবিদ্যালয় - বাঁশবাড়ীয়া ইউনিয়ন - বাঁশবাড়ীয়া ইউনিয়ন"। banshbariaup.chittagong.gov.bd।
- ↑ "মসজিদ - বাঁশবাড়ীয়া ইউনিয়ন - বাঁশবাড়ীয়া ইউনিয়ন"। banshbariaup.chittagong.gov.bd। ২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৭।
- ↑ "ঈদগাহ - বাঁশবাড়ীয়া ইউনিয়ন - বাঁশবাড়ীয়া ইউনিয়ন"। banshbariaup.chittagong.gov.bd। ২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৭।
- ↑ "মন্দির - বাঁশবাড়ীয়া ইউনিয়ন - বাঁশবাড়ীয়া ইউনিয়ন"। banshbariaup.chittagong.gov.bd। ২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৭।
- ↑ "খাল ও নদী - বাঁশবাড়ীয়া ইউনিয়ন - বাঁশবাড়ীয়া ইউনিয়ন"। banshbariaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মোহাম্মদ শওকত আলী জাহাঙ্গীর। - বাঁশবাড়ীয়া ইউনিয়ন - বাঁশবাড়ীয়া ইউনিয়ন"। banshbariaup.chittagong.gov.bd। ৪ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৭।
- ↑ "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - বাঁশবাড়ীয়া ইউনিয়ন - বাঁশবাড়ীয়া ইউনিয়ন"। banshbariaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]