বাঁজামাঁ পাভার

ফরাসি ফুটবলার

বাঁজামাঁ জাক মার্সেল পাভার[] (ফরাসি: Benjamin Jacques Marcel Pavard) (জন্ম: ২৮ মার্চ ১৯৯৬) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবলার, যিনি জার্মান ক্লাব ভিএফবি স্টুটগার্ট এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[] পাভার ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের ২য় পর্যায়ে বা রাউন্ডে (অর্থাৎ ১ম উচ্ছেদমূলক পর্যায়ে) ফ্রান্স বনাম আর্জেন্টিনা ম্যাচের অতি গুরুত্বপূর্ণ মুহূর্তে ফ্রান্সের পক্ষে তৃতীয় গোল হিসেবে একটি দূরপাল্লার গোল করে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন।

বাঁজামাঁ পাভার
২০১৬ সালে বাঁজামাঁ পাভার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম বাঁজামাঁ পাভার
জন্ম (1996-03-28) ২৮ মার্চ ১৯৯৬ (বয়স ২৮)
জন্ম স্থান মুবুজ, ফ্রান্স
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ভিএফবি স্টুটগার্ট
জার্সি নম্বর ২১
যুব পর্যায়
২০০২–২০০৫ ইউএস জিয়ামোন্ত
২০০৫–২০১৫ লিলি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৬ লিলি বি ২০ (১)
২০১৫–২০১৬ লিলি ২১ (০)
২০১৬– ভিএফবি স্টুটগার্ট ৫৫ (২)
জাতীয় দল
২০১৫ ফ্রান্স অনূর্ধ্ব-১৯ (০)
২০১৫– ফ্রান্স অনূর্ধ্ব-২১ ১৫ (০)
২০১৭– ফ্রান্স (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্যারিয়ার পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
২৭ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[]
জাতীয় দল এবং সাল অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা
জাতীয় দল সাল উপস্থিতি গোল
ফ্রান্স ২০১৭
২০১৮
মোট

সম্মাননা

সম্পাদনা
ভিএফবি স্টুটগার্ট

পাদটীকা

সম্পাদনা
  1. ফরাসি ভাষার এই ব্যক্তি নামটির বাংলা প্রতিবর্ণীকরণে বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Benjamin Pavard"। soccerway.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০৬ 
  2. ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে "বাঁজামাঁ পাভার"ন্যাশনাল ফুটবল টিমস। বেঞ্জামিন স্ট্রাক-জিমারমান। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা