সার্বো-ক্রোয়েশীয়-বসনীয় ভাষা
(বসনীয়-ক্রোয়েশীয়-সার্বীয় ভাষা থেকে পুনর্নির্দেশিত)
সার্বো-ক্রোয়েশীয়-বসনীয় ভাষা দক্ষিণ-পূর্ব ইউরোপে প্রচলিত একটি কেন্দ্রীয় দক্ষিণ স্লাভীয় ডায়াসিস্টেম (diasystem) বা উপভাষা-সংশ্রয়, অর্থাৎ একই দক্ষিণ স্লাভীয় ভাষার একাধিক মান বা আদর্শ রূপের সহাবস্থান। প্রাক্তন ইউগোস্লাভিয়া ভেঙে যাবার পর এই ব্যবস্থা থেকে সরকারীভাবে আলাদা আলাদা আদর্শ সার্বীয়, ক্রোয়েশীয় ও বসনীয় ভাষার সৃষ্টি হয় এবং বর্তমানে মন্টিনেগ্রোতেও আলাদা একটি রাষ্ট্রভাষা মন্টিনেগ্রীয় ভাষা প্রচলনের প্রচেষ্টা চলছে।
সার্বো-ক্রোয়েশীয়-বসনীয় | |
---|---|
Srpskohrvatski jezik Српскохрватски језик | |
দেশোদ্ভব | বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া, মন্টিনেগ্রো (ভিন্ন ভিন্ন নামে) |
অঞ্চল | দক্ষিণ-পূর্ব ইউরোপ বা বলকান |
মাতৃভাষী | ২ কোটির বেশি
|
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-১ | sh (পরিত্যক্ত) |
আইএসও ৬৩৯-২ | sla |
আইএসও ৬৩৯-৩ | hbs – Serbo-Croat |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |