বলিভীয় অলিম্পিক কমিটি

বলিভীয় অলিম্পিক কমিটি (স্পেনীয়: Comité Olímpico Boliviano; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড বিওএল দ্বারা পরিচিত) হলো বলিভিয়ার জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ৪ বছর পর ১৯৩৬ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[] এই সংস্থার সদর দপ্তর বলিভিয়ার লা পাসে অবস্থিত।

বলিভীয় অলিম্পিক কমিটি
দেশ/অঞ্চল বলিভিয়া
কোডBOL
প্রতিষ্ঠিত১৯৩২; ৯৩ বছর আগে (1932)
স্বীকৃত১৯৩৬
মহাদেশীয়
সংস্থা
পিএএসও
সদর দপ্তরলা পাস, বলিভিয়া
সভাপতিমার্কো আন্তোনিও আর্সে মেন্দোসা
মহাসচিবগ্রাসিয়েলা এলসি হুরাদো তোরেস
ওয়েবসাইটwww.comiteolimpicoboliviano.org.bo

বর্তমানে বলিভীয় অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন মার্কো আন্তোনিও আর্সে মেন্দোসা, যিনি ২০১৫ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন গ্রাসিয়েলা এলসি হুরাদো তোরেস[]

ইতিহাস

সম্পাদনা

১৯৩২ সালে বলিভিয়ার বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে বলিভীয় অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। হোসে লুইস তেহাদা সোর্সানো এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৩২ হতে ১৯৩৬ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[]

প্রতিষ্ঠার প্রায় চার বছর পর বলিভিয়া ১৯৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯৫৬ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Olympedia – Bolivia [অলিম্পিডিয়া – বলিভিয়া]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 
  2. Bolivia [বলিভিয়া]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 
  3. Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:প্যানাম স্পোর্টস