বলাই রায়
ভারতীয় রাজনীতিবিদ্
বলাই রায় (১৯১৫-২০১২) একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৯৬ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর সদস্য হিসাবে পশ্চিমবঙ্গের বর্ধমান নির্বাচনী এলাকা থেকে ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচিত হন। তিনি বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের অধীনে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল ছিলেন এবং নন্দীগ্রাম সহিংসতা এবং সিঙ্গুর টাটা ন্যানো বিতর্ক সম্পর্কিত মামলাগুলিতে এটিকে রক্ষা করেছিলেন।[১][২][৩]
বলাই রায় | |
---|---|
সংসদ সদস্য, লোকসভা | |
কাজের মেয়াদ ১৯৯৬-১৯৯৮ | |
পূর্বসূরী | সুধীর রায় |
উত্তরসূরী | নিখিলানন্দ সর |
সংসদীয় এলাকা | বর্ধমান, পশ্চিমবঙ্গ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বর্ধমান, বাংলা প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত | ১ নভেম্বর ১৯২৫
মৃত্যু | ২২ মার্চ ২০১২ কলকাতা, পশ্চিমবঙ্গ | (বয়স ৮৬)
রাজনৈতিক দল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
দাম্পত্য সঙ্গী | চপলা রায় |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Ex-advocate general passes away"। The Times of India। ২৩ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৫।
- ↑ "HC asks Buddha for Nandigram report"। The Times of India। ৩ মে ২০০৭। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৫।
- ↑ "Partywise Comparison since 1977 Burdwan Parliamentary Constituency"। Election Commission of India। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৫।