বলদেব সিং (হরিয়ানার রাজনীতিবিদ)

ভারতীয় রাজনৈতিক

চৌধুরী বলদেব সিং, অ্যাডভোকেট (১৮৮৯-১৯৭৬) মাস্টার বলদেব সিং নামে পরিচিত ছিলেন, একজন ভারতীয় রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, বিধানসভার পরিষদের সদস্য (এমএলসি), বিধানসভার সদস্য (বিধায়ক), হরিয়ানায় শিক্ষার অগ্রদূত জাট এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা, উত্তর ভারতের আর্য সমাজবাদী, গান্ধিয়ান, অর্থনৈতিক উন্নতিতে বিশ্বাসী।

১৯৩১ সালে রোহতকে তাঁর নেতৃত্বে জাট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল।

তথ্যসূত্র

সম্পাদনা