বর্বর জাতিগোষ্ঠী
(বর্বর থেকে পুনর্নির্দেশিত)
বর্বর বা বারবারাস মূলত একটি জনগোষ্ঠীকে নির্দেশ করে যারা ভারতীয় মহাকাব্য মহাভারতে উল্লেখিত হয়েছিল। [১] এই জনগোষ্ঠীর সাথে মহাভারতে যবন, শাকা, কামবোজা জাতিরও উল্লেখ ছিল। বর্তমান প্রেক্ষাপটে কোন অসভ্য ও হিংস্র প্রকৃতির মানুষদের বোঝাতে বর্বর শব্দটি ব্যবহৃত হয়ে থাকে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ van Buitenen, J.A.B. (২০১১)। The Mahabharata, Volume 1: Book 1: The Book of the Beginning। University of Chicago Press। পৃষ্ঠা 463। আইএসবিএন 978-0-226-21754-3। সংগ্রহের তারিখ আগস্ট ১৬, ২০১৮।