বরুড়া পৌরসভা
বরুড়া পৌরসভা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত একটি পৌরসভা।
বরুড়া | |
---|---|
পৌরসভা | |
বরুড়া পৌরসভা | |
ডাকনাম: পৌর ভবন | |
বাংলাদেশে বরুড়া পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২২′৬″ উত্তর ৯১°২′৪৭″ পূর্ব / ২৩.৩৬৮৩৩° উত্তর ৯১.০৪৬৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | বরুড়া উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৫, ১৯৯৬ সাল থেকে পৌরসভার কার্যক্রম শুরু হয়। |
আসন | কুমিল্লা ০৮ সংসদীয় আসন |
সরকার | |
• মাননীয় মেয়র | মোঃ বক্তার হোসেন বখতিয়ার (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২৪.৫৬ বর্গ কিলোমিটার বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৬,৬২৫ হাজার |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৬০ |
ওয়েবসাইট | barurapaurashava |
আয়তন
সম্পাদনা২৪.১৩ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
সম্পাদনাপ্রায় ৫০ হাজার।
অবস্থান ও সীমানা
সম্পাদনাবরুড়া উপজেলার মধ্যাংশে বরুড়া পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে খোশবাস দক্ষিণ ইউনিয়ন, উত্তর-পূর্বে আগানগর ইউনিয়ন, পূর্বে ভবানীপুর ইউনিয়ন ও শিলমুড়ী উত্তর ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে গালিমপুর ইউনিয়ন, দক্ষিণে শাকপুর ইউনিয়ন এবং পশ্চিমে ঝলম ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাবরুড়া উপজেলার ৭নং দেওড়া উত্তর ইউনিয়ন এর সম্পূর্ণ অংশ এবং ০৪নং দক্ষিন খোসবাশ ইউনিয়নের (কাসেড্ডা,কসামী,নিশ্চিন্তপুর)গ্রাম নিয়ে বরুড়া পৌরসভা গঠন করা হয়।
নামকরণ
সম্পাদনাপ্রতিষ্ঠাকাল
সম্পাদনাবরুড়া পৌরসভা ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর ৩১/০৫/২০১১ সালে "খ" শ্রেনীতে উন্নীত হয়,তারপর ৪/০১/২০২২ সালে বরুড়া পৌরসভা "ক" শ্রেনিতে উন্নীত হয়। বর্তমানে পৌরসভাটি ১ম শ্রেনির পৌরসভা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাবরুড়া পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বরুড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৬নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৮ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাঅনেক ভালো
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনামাধ্যমিক বিদ্যালয় ৫টি,প্রাথমিক ২২ টি।
অর্থনীতি
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবরুড়া পৌরসভার ১ জন মেয়র, ৯ জন সাধারণ কাউন্সিলর, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছে। তাদের তালিকাঃ পৌরপিতা মোঃ বক্তার হোসেন বখতিয়ার।
কাউন্সিলরঃ ১ নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাজাহান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান চৌধুরী,কাসেড্ডাও শুশুন্ডা গ্রাম নিয়ে ৭নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন(বিল্লাল), ৮নং ওয়ার্ড জামাল হোসেন, ৯ নং ওয়ার্ড শাহিনুর হোসেন শাহিন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২,৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহানারা বেগম,৪,৫,৬ নং ওয়ার্ড কাউন্সিলর মিনুয়ারা বেগম মিনু ৭,৮,৯ নং ওয়ার্ড কাউন্সিলর বিলকিস বেগম।
বরুড়া পৌরসভার কর্মকর্তাবৃন্দ পদবীঃ প্রধান নির্বাহী কর্মকর্তা,তছলিমুনেছা আক্তার। সচিবঃ মহসিনুর রহমান খান প্রধান প্রকৌশলীঃ মোঃ আবুল আনছার সহকারী প্রকৌশলীঃ আলমগীর হোসেন হিসাবরক্ষণ কর্মকর্তাঃ মোঃ মিজানুর রহমান টিকাদান সুপারভাইজারঃ ফাতেমা আক্তার।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |