বরিশাল-৬
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
বরিশাল-৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বরিশাল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১২৪নং আসন।এ আসনের বর্তমান সাংসদ হলেন দেশবরেণ্য সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব:) প্রকৌশলী আবদুল হাফিজ মল্লিক ।
বরিশাল-৬ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | বরিশাল জেলা |
বিভাগ | বরিশাল বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← বরিশাল-৫ |
সীমানা
সম্পাদনাবরিশাল-৬ আসনটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[২][৩]
ইতিহাস
সম্পাদনাবরিশাল-৬ নির্বাচনী এলাকা ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচনের সময় গঠিত হয়েছিল।
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৮]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জাতীয় পার্টি | এ বি এম রুহুল আমিন হাওলাদার | ৮৯,২৩৭ | ৫৮.৯ | প্র/না | ||
বিএনপি | আবুল হোসেন খান | ৫৪,০০৫ | ৩৫.৭ | -৪.৪ | ||
ইসলামী আন্দোলন | রফিকুল ইসলাম | ৭,৫০৫ | ৫.০ | প্র/না | ||
স্বতন্ত্র | হুমায়ুন কবির মোল্লাহ | ২৮৬ | ০.২ | প্র/না | ||
তরিকত ফেডারেশন | এ এইচ এম সাইফুল ইসলাম সাফি | ২৭৮ | ০.২ | প্র/না | ||
বিকল্পধারা | মোঃ আব্দুর রশিদ খান | ১৭২ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৫,২৩২ | ২৩.৩ | −১৩.৬ | |||
ভোটার উপস্থিতি | ১,৫১,৪৮৩ | ৮২.৬ | +২২.৫ | |||
বিএনপি থেকে জাতীয় পার্টি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আবুল হোসেন খান | ৫৪,৩১৮ | ৪০.১ | +৬.২ | ||
আওয়ামী লীগ | সৈয়দ মাসুদ রেজা | ৪১,১৭১ | ৩০.৪ | -১১.৩ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | এ বি এম রুহুল আমিন হাওলাদার | ২০,১২০ | ১৪.৯ | প্র/না | ||
স্বতন্ত্র | সামছুল আলম চুনু | ১৯,৬৬৪ | ১৪.৫ | প্র/না | ||
বাংলাদেশ প্রগতিশীল দল | পুষ্পান নাহার | ১৩২ | ০.১ | প্র/না | ||
জাতীয় পার্টি | সামছুল আলম সেলিম | ৫১ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,১৪৭ | ৯.৭ | +১.৯ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৫,৪৫৬ | ৬০.১ | −৮.১ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | সৈয়দ মাসুদ রেজা | ৪১,৮৬৪ | ৪১.৬ | |||
বিএনপি | মোঃ আব্দুর রশিদ খান | ৩৪,০৩৮ | ৩৩.৯ | |||
জাতীয় পার্টি | এ বি এম রুহুল আমিন হাওলাদার | ১৫,৬৬১ | ১৫.৬ | |||
ইসলামী ঐক্য জোট | আব্দুল মতিন মিয়া | ৬,৩৪১ | ৬.৩ | |||
জামায়াতে ইসলামী | মোঃ মাহমুদুন্নবী তালুকদার | ২,০১০ | ২.০ | |||
জাসদ | মোঃ মহসিন হাওলাদার | ২৭৮ | ০.৩ | |||
ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন | বারেক মিয়া | ২৩৩ | ০.২ | |||
স্বতন্ত্র | সিদ্দিক আহমেদ নোমান | ৯৪ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৮২৬ | ৭.৮ | ||||
ভোটার উপস্থিতি | ১,০০,৫১৯ | ৬৮.২ | ||||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
১৯৯৫ সালের জানুয়ারিতে উপ-নির্বাচন হয় এবং তাতে বিএনপির মোঃ আবদুর রশিদ খান নির্বাচিত হন।[১১]
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মোঃ ইউনুস খান | ৪২,৩৬১ | ৪০.৮ | |||
ন্যাপ (মুজাফফর) | মজিবুর রহমান তালুকদার | ২৭,১৮৯ | ২৬.২ | |||
জাতীয় পার্টি | এ বি এম রুহুল আমিন হাওলাদার | ১৯,৪৮৬ | ১৮.৮ | |||
ইসলামী ঐক্য জোট | আব্দুল মতিন মিয়া | ৬,৮৯৮ | ৬.৬ | |||
স্বতন্ত্র | মোয়াজ্জেম হোসেন চৌধুরী | ২,৮৭৯ | ২.৮ | |||
জামায়াতে ইসলামী | আবুল কালাম আজাদ | ২,২১৫ | ২.১ | |||
জাসদ | আবুল হোসেন খান | ১,২১৮ | ১.২ | |||
স্বতন্ত্র | মহিউদ্দিন আহমেদ | ৬২৫ | ০.৬ | |||
জাকের পার্টি | সামছুল হক | ৫৯২ | ০.৬ | |||
বাকশাল | সহিদুল ইসলাম খান | ৩৭৫ | ০.৪ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৫,১৭২ | ১৪.৬ | ||||
ভোটার উপস্থিতি | ১,০৩,৮৩৮ | ৪৫.৮ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বরিশাল-৬ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "উত্তাপ নেই ভোটের মাঠে"। মানবজমিন। ৩১ ডিসেম্বর ২০১৩। ৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে বরিশাল-৬
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |