বরগুনা-৩ বাংলাদেশের একটি বিলুপ্ত সংসদীয় আসন। বাংলাদেশের বরগুনা জেলার আমতলীতালতলী উপজেলা নিয়ে এ সংসদীয় আসন গঠিত হয়েছিল। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী গেজেটে এই আসনটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।[] এই আসনের সর্বশেষ সাংসদ ছিলেন শেখ হাসিনা

বরগুনা-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাবরগুনা জেলা
বিভাগবরিশাল বিভাগ
বর্তমান নির্বাচনী এলাকা
দলবাংলাদেশ আওয়ামী লীগ
সর্বশেষ সাংসদশেখ হাসিনা

ইতিহাস

সম্পাদনা

ব্রিটিশ শাসনামল থেকে বরগুনা-৩ সংসদীয় আসনটি একটি স্বতন্ত্র আসন ছিল বলে জানা গেছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ২০০১ সাল পর্যন্ত বরগুনা জেলায় তিনটি সংসদীয় আসন ছিল। এর মধ্যে আমতলী ও তালতলী উপজেলা নিয়ে ১১২ নং বরগুনা-৩ আসন ছিল। ২০০১ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সংসদ সদস্য মো. মজিবুর রহমান তালুকদারের হঠাৎ মৃত্যুতে এ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করে জয়লাভ করেছিলেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার জনসংখ্যার ভিত্তিতে আসনটি (আমতলী-তালতলী) বিলুপ্তি করে। পরে আসনটি বরগুনার বরগুনা-১ আসনের সঙ্গে সংযুক্ত করে দেয়া হয়। তবে আসনটি বিলুপ্তির ক্ষেত্রে সীমানা নির্ধারণ অধ্যাদেশ গঠন ১৯৭৬-এর ৬-এর (২) ধারা অনুযায়ী প্রশাসনিক কাঠামো, আয়তন ও বাস্তবিক অবস্থা বিবেচনা করা হয় নি বলে বিতর্ক রয়েছে।[]

তথ্যসূত্র

সম্পাদনা