বরগুনা-২

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

বরগুনা-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বরগুনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১১০নং আসন।

বরগুনা-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাবরগুনা জেলা
বিভাগবরিশাল বিভাগ
মোট ভোটার
  • ৩,১৭,২৫৬ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৫৭,৫৯৫
  • নারী ভোটার: ১,৫৯,৬৫৯
  • হিজড়া ভোটার: ২
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪

সীমানা

সম্পাদনা

বরগুনা-২ আসনটি বরগুনা জেলার বামনা উপজেলা, পাথরঘাটা উপজেলাবেতাগী উপজেলা নিয়ে গঠিত।[][]

ইতিহাস

সম্পাদনা

বরগুনা-২ নির্বাচনী এলাকা ১৯৮৪ সালে গঠিত হয়েছিল, যখন পটুয়াখালী জেলাকে ভেঙ্গে দুটি জেলায় (বরগুনা ও পটুয়াখালী) ভাগ করা হয়েছিল।

২০০৮ সালের সাধারণ নির্বাচনের আগে, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০১ সালের আদমশুমারির প্রকাশিত জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য নির্বাচনী সীমানা পুনঃনির্ধারণ করে। ফলে ২০০৮ সালের নির্বাচনে এ আসনের সীমানা পরিবর্তন হয়েছিল।

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৮৬ সৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসান জাতীয় পার্টি[]
১৯৮৮ নুরুল ইসলাম মনি স্বতন্ত্র[]
১৯৯১ নুরুল ইসলাম মনি স্বতন্ত্র
ফেব্রুয়ারি ১৯৯৬ গোলাম সরোয়ার হিরু বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ গোলাম সরোয়ার হিরু ইসলামী ঐক্যজোট
২০০১ নুরুল ইসলাম মনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ গোলাম সবুর টুলু বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৩ উপ-নির্বাচন শওকত হাচানুর রহমান রিমন বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ শওকত হাচানুর রহমান রিমন বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ শওকত হাচানুর রহমান রিমন বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ সুলতানা নাদিরা বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০১৪: বরগুনা-২[][]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শওকত হাচানুর রহমান রিমন ১,১৭,৩৮২ ৮৬.২
স্বতন্ত্র আবুল হোসাইন সিকদার ১৬,১২৯ ১১.৮
গণফ্রন্ট মোঃ কামরুজ্জামান লিথন ২,৭১৭ ২.০
সংখ্যাগরিষ্ঠতা ১,০১,২৫৩ ৭৪.৩
ভোটার উপস্থিতি ১,৩৬,২২৮ ৫৮.৮
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০১৩ সালের ২৬ জুলাই সড়ক দুর্ঘটনায় গোলাম সবুর টুলুর মৃত্যুতে বরগুনা-২ আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন নির্বাচিত হয়।[]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: বরগুনা-২[][১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ গোলাম সবুর টুলু ৯০,১৬১ ৫২.০ +২৫.২
বিএনপি খন্দকার মাহবুব হোসাইন ৬৬,৪৩৩ ৩৮.৩ -৯.৪
ইসলামী আন্দোলন সায়েদ আশেক মোঃ আবুল খায়ের ১৬,১৩৮ ৯.৩ প্র/না
বিকল্পধারা আব্দুর রহমান ৩১২ ০.২ প্র/না
জামায়াতে ইসলামী সুলতান আহমেদ ২৭৩ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৩,৭২৮ ১৩.৭ −৭.১
ভোটার উপস্থিতি ১,৭৩,৩১৭ ৮৫.৫ +১৬.৪
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: বরগুনা-২[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি নুরুল ইসলাম মনি ৪৪,০১৪ ৪৭.৭ +২২.২
আওয়ামী লীগ গোলাম সরোয়ার হিরু ২৪,৭৭২ ২৬.৮ +৪.২
জাতীয় পার্টি আনোয়ার হোসেন মঞ্জু ১৯,৩৫০ ২১.০ প্র/না
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট মোঃ নুরুল ইসলাম খান ২,৯৩৪ ৩.২ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) আলতাফ হোসেন বাদল ১,১৭৫ ১.৩ প্র/না
স্বতন্ত্র সেলি উদ্দিন ৫৮ ০.১ প্র/না
স্বতন্ত্র মোঃ বেলাল হোসেন ৫৭ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৯,২৪২ ২০.৮ +১৯.১
ভোটার উপস্থিতি ৯২,৩৬০ ৬৯.১ −৬.০
ইসলামী ঐক্য জোট থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বরগুনা-২[১১]
দল প্রার্থী ভোট % ±%
ইসলামী ঐক্য জোট গোলাম সরোয়ার হিরু ২১,৮৪৮ ২৭.১ প্র/না
বিএনপি নুরুল ইসলাম মনি ২০,৫০৫ ২৫.৫ +২১.৩
আওয়ামী লীগ গোলাম কবির ১৮,১৮৫ ২২.৬ +২.৭
জাতীয় পার্টি খন্দকার মাহবুব হোসেন ১৭,২৩৪ ২১.৪ +২১.২
জামায়াতে ইসলামী মোঃ তৈবুর রহমান ১,৫৮৩ ২.০ প্র/না
জাকের পার্টি মোঃ মজিবুর রহমান ৫০৪ ০.৬ -০.২
ন্যাপ মোঃ আমিনুল ইসলাম ৩৬১ ০.৪ প্র/না
বিকেএ মোঃ বজলুর রহমান ৩১৫ ০.৪ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,৩৪৩ ১.৭ −৬.৮
ভোটার উপস্থিতি ৮০,৫৩৫ ৭৫.১ +২১.০
স্বতন্ত্র থেকে ইসলামী ঐক্য জোট অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: বরগুনা-২[১১]
দল প্রার্থী ভোট % ±%
স্বতন্ত্র নুরুল ইসলাম মনি ১৯,৬১৬ ২৮.৪
আওয়ামী লীগ গোলাম কবির ১৩,৭৬৪ ১৯.৯
স্বতন্ত্র গোলাম সারওয়ার ১১,০০১ ১৫.৯
এনডিপি সৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসান ৯,০৪৩ ১৩.১
স্বতন্ত্র গোলাম সারোয়ার কামাল ৫,৪৩৪ ৭.৯
স্বতন্ত্র খন্দকার মাহবুব হোসেন ৪,৭৫০ ৬.৯
বিএনপি একেএম আক্তারুজ্জামান আলমগীর ২,৮৭০ ৪.২
বাকশাল আব্দুল কাদের মোল্লা ১,২১৬ ১.৮
জাকের পার্টি এটিএম হান্নান ৫১৭ ০.৭
স্বতন্ত্র সামসুদ্দিন আজাদ ৪২২ ০.৬
জাসদ (রব) নুরুল ইসলাম ১৬৩ ০.২
জাতীয় পার্টি জি. এম. সারোয়ার ১৫২ ০.২
ফ্রিডম পার্টি মোঃ সোবহান খান ৮৯ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৫,৮৫২ ৮.৫
ভোটার উপস্থিতি ৬৯,০৩৭ ৫৪.১
থেকে স্বতন্ত্র অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বরগুনা-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮ 
  4. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "Barguna-2"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  7. "Electoral Area Result Statistics: Barguna-2"আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮ 
  8. "বরগুনা-২ উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রিমন জয়ী"প্রিয়.কম। ৩ অক্টোবর ২০১৩। ৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৩ 
  9. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  10. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা