বব হস্কিন্স
বব হস্কিন্স নামে পরিচিত রবার্ট উইলিয়াম হস্কিন্স (ইংরেজি: Robert William Hoskins; ২৬ অক্টোবর ১৯৪২ - ২৯ এপ্রিল ২০১৪)[১] ছিলেন একজন ইংরেজ অভিনেতা। তিনি নব্য-নোয়া চলচ্চিত্র মোনা লিসা (১৯৮৬) চলচ্চিত্রে অভিনয় করে কান চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার, শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার, ও সেরা নাট্যধর্মী চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। প্রধান চরিত্রে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল পেনিস ফ্রম হেভেন (১৯৭৮), দ্য লং গুড ফ্রাইডে (১৯৮০), হু ফ্রেমড রজার র্যাবিট (১৯৮৮), মারমেইডস (১৯৯০), সুপার মারিও ব্রস. (১৯৯৩)- এবং পার্শ্ব চরিত্রে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল ব্রাজিল (১৯৮৫), হুক (১৯৯১), নিক্সন (১৯৯৫), এনিমি অ্যাট দ্য গেটস (২০০১), মিসেস হেন্ডারসন প্রেজেন্টস (২০০৫), আ ক্রিসমাস ক্যারল (২০০৯), মেড ইন ড্যাগেনহাম (২০১০) ও স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান (২০১২)। তিনি দুটি চলচ্চিত্র পরিচালনা করেছেন।
বব হস্কিন্স | |
---|---|
Bob hoskins | |
জন্ম | রবার্ট উইলিয়াম হস্কিন্স ২৬ অক্টোবর ১৯৪২ বারি সেন্ট এডমন্ডস, ওয়েস্ট সাফোক, ইংল্যান্ড |
মৃত্যু | ২৯ এপ্রিল ২০১৪ লন্ডন, ইংল্যান্ড | (বয়স ৭১)
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৬৮-২০১২ |
দাম্পত্য সঙ্গী | জেন লিভসি (বি. ১৯৬৭; বিচ্ছেদ. ১৯৭৮) লিন্ডা ব্যানওয়েল (বি. ১৯৮২; মৃ. ২০১৪) |
সন্তান | ৪ |
হস্কিন্স ২০০৯ সালে বিবিসি ওয়ানের নাট্যধর্মী দ্য স্ট্রিট ধারাবাহিকে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে আন্তর্জাতিক এমি পুরস্কার অর্জন করেন। ২০১২ সালে তিনি পারকিন্সন্স রোগে আক্রান্ত হওয়ার জন্য অভিনয় থেকে অবসর নেন এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২০১৪ সালে ৭১ বছর বয়সে মারা যান।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bob Hoskins"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Actor Bob Hoskins dies aged 71"। বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ৩০ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে বব হস্কিন্স (ইংরেজি)
- রটেন টম্যাটোসে বব হস্কিন্স (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে বব হস্কিন্স (ইংরেজি)