বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট

বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং বাংলাদেশ বন বিভাগের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত একটি ইনস্টিটিউট। এটি বাংলাদেশের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান শিক্ষার অগ্রগামী প্রতিষ্ঠান। পরে, ১৯৯৬ সালে এটির নামকরণ করা হয় ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। ইনস্টিটিউট ১৯৭৭-৭৮ সালে নতুন নিয়োগপ্রাপ্ত ACF (অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট) কে ইন-সার্ভিস ট্রেনিং (মাস্টার অফ ফরেস্ট্রি) ডিগ্রী প্রদান করা শুরু করে। ৪-বছরের B.Sc (অনার্স) কোর্স ১৯৭৮-৭৯ সালে বনবিদ্যায়, M.Sc. ১৯৯৬ সালে বনবিদ্যায়, B.Sc. (অনার্স) ২০০০-২০০১ সালে পরিবেশ বিজ্ঞানে এবং ২০০৪ সালে পরিবেশ বিজ্ঞানে M.Sc. শুরু করা হয়।[]

বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠিত১৯৭৬ (1976)
পরিচালকড. মো: আখতার হোসেন
অনুষদবিজ্ঞান অনুষদ
স্বত্বাধিকারীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
অবস্থান, ,
বাংলাদেশ
স্থানাঙ্ক২২°২৭′৪২″ উত্তর ৯১°৪৭′৪০″ পূর্ব / ২২.৪৬১৬৪৭৯° উত্তর ৯১.৭৯৪৪৯৫১° পূর্ব / 22.4616479; 91.7944951
ওয়েবসাইটcu.ac.bd/ifes/

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Institute of Forestry and Environmental Sciences"। University of Chittagong। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৮