বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জী ভারতীয় উপমহাদেশের বাংলা অঞ্চল থেকে উদ্ভূত বাঙালি ব্রাহ্মণ সম্প্রদায়ের একটি স্থানীয় পদবী। বন্দ্যোপাধ্যায় পদবী বাঙালি ব্রাহ্মণদের রাঢ়ী শ্রেণীর অন্তর্ভুক্ত[১]
বংশ
সম্পাদনাবন্দ্যোপাধ্যায়রা প্রধানত শাণ্ডিল্য গোত্রধারী ব্রাহ্মণ, যার মানে পুরাণ অনুসারে সমস্ত বন্দ্যোপাধ্যায়ই প্রাচীন ঋষি শাণ্ডিল্যের কাছ থেকে কনৌজ থেকে এসেছেন। তবে কিছু বন্দ্যোপাধ্যায়ের আবার গৌতম গোত্রও রয়েছে। গৌতম গোত্র-র বন্দ্যোপাধ্যায়রা কিন্তু বাংলায় বহু পরে আসেন। অনুমান করা হয় গৌতম গোত্রর বন্দ্যোপাধ্যায়রা সকলেই মিথিলা থেকে আগত।[২] মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ভট্টাচার্য, ঘোষাল এবং গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলীদের সাথে বন্দ্যোপাধ্যায়রা মিলে বাঙালি ব্রাহ্মণ সম্প্রদায়ের কুলীন ব্রাহ্মণ শ্রেনী গঠন করেন।[৩]
ইতিহাস
সম্পাদনা"Indian (Bengal) and Bangladeshi: Hindu (Brahman) name, the first element of which, Ban-, is taken from Bandyopadhyay The final element -jee is derived from jha (greatly reduced form of Sanskrit upadhyaya 'teacher'); thus, Banerjee 'teacher who is head and only performs the main work aarti or,Vandana. A Sanskrit version of this name, Vandyopadhyaya, was coined from the elements vandya 'venerable' + upadhyaya 'teacher'. "
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাব্যানার্জী, বন্দ্যোপাধ্যায় বা ভিন্নতা সহ উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে:
- আলাপন বন্দ্যোপাধ্যায়, (জন্ম ১৯৬১) আইএএস অফিসার
- অঞ্জন বন্দ্যোপাধ্যায়, (১৯৬৫ – ২০২১) সাংবাদিক
- অভিজিৎ ব্যানার্জি, (জন্ম ১৯৬১) নোবেল বিজয়ী অর্থনীতিবিদ
- অ্যালবিয়ন রাজকুমার ব্যানার্জি (১৮৭১ - ১৯৫০) একজন ভারতীয় বেসামরিক কর্মচারী এবং প্রশাসক
- অম্বিকা ব্যানার্জি (১৯২৮ - ২০১৩) ১৫ তম লোকসভার সদস্য ।
- অদ্রিশ ব্যানার্জি
- ভানু ব্যানার্জী, অভিনেতা ও স্বাধীনতা কর্মী
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- বিদিশা বন্দ্যোপাধ্যায়, লেখিকা, সম্প্রচারক
- চিত্রা ব্যানার্জী দিবাকারুণী
- দিবাকর ব্যানার্জি, চলচ্চিত্র পরিচালক
- দোলা ব্যানার্জি
- গুরুদাস ব্যানার্জি, হাইকোর্টের বিচারপতি
- গুরুদাস বন্দ্যোপাধ্যায়, অভিনেতা
- গোপেশ্বর ব্যানার্জি
- হারাধন বন্দ্যোপাধ্যায়, অভিনেতা
- ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- জেনি ব্যানার্জি, অভিনেত্রী
- জন ব্যানার্জি, চার্চ অফ ইন্ডিয়া, বার্মা এবং সিলনের দ্বিতীয় নন-ইউরোপীয় বিশপ
- কালী ব্যানার্জি, অভিনেতা
- কালীচরণ ব্যানার্জী
- কল্যাণ ব্যানার্জী
- কণিকা বন্দ্যোপাধ্যায় (১৯২৪-২০০০), গায়িকা
- কানু ব্যানার্জী (১৯০৫-১৯৮৫), অভিনেতা (পথের পাঁচালী)
- করুণা ব্যানার্জি (১৯১৯-২০০১), অভিনেত্রী (পথের পাঁচালী)
- কৃষ্ণ মোহন ব্যানার্জি
- কৌশিক ব্যানার্জি, অভিনেতা
- মমতা বন্দ্যোপাধ্যায়
- মানিক বন্দ্যোপাধ্যায়, লেখক, ঔপন্যাসিক
- নিখিল ব্যানার্জি, সুরকার, সুরকার
- নায়রা ব্যানার্জি, ভারতীয় টেলিভিশন অভিনেত্রী এবং সহকারী পরিচালক।
- প্রদীপ কুমার ব্যানার্জী
- পৃথ ব্যানার্জি
- পূজা ব্যানার্জি, টেলিভিশন অভিনেত্রী
- পূজা ব্যানার্জি, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী
- রচনা ব্যানার্জি, অভিনেতা
- রাঘব বন্দ্যোপাধ্যায়, গদ্য লেখক
- রাহুল ব্যানার্জি, তীরন্দাজ
- আর ডি ব্যানার্জি, সিন্ধু সভ্যতার প্রধান স্থান মহেঞ্জোদারোর আবিষ্কারক
- রিনা ব্যানার্জি
- রূপরেখা ব্যানার্জী
- সান ব্যানারজে, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, ফটোগ্রাফার
- সঞ্জয় ব্যানার্জি, ভারতীয় প্রকৌশলী
- শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, গায়িকা
- শকুন্তলা ব্যানার্জি (জন্ম ১৯৭৩), জার্মান সাংবাদিক
- শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
- সারনাথ ব্যানার্জি
- সোমেন ব্যানার্জি
- সুরেন্দ্রনাথ ব্যানার্জী, ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয়
- সুস্মিতা ব্যানার্জি, লেখিকা
- শ্যাগনিক ব্যানার্জী, পণ্ডিত, লেখক এবং অধ্যাপক
- ভিক্টর ব্যানার্জি, টলিউড, বলিউড এবং হলিউড উভয় ক্ষেত্রেই অভিনেতা
- বিক্রম ব্যানার্জি
- গার্গী ব্যানার্জি, ক্রিকেটার
- সারা ব্যানার্জি, লেখিকা
- উমেশ চন্দর বনার্জী, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি।
- শন বন্দ্যোপাধ্যায়, অভিনেতা।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Bhattacharya, Jogendra Nath (১৮৯৬)। Hindu Castes and Sects: An Exposition of the Origin of the Hindu Caste System and the Bearing of the Sects Towards Each Other and Towards Other Religious Systems (ইংরেজি ভাষায়)। Thacker, Spink। পৃষ্ঠা 38। ১৩ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৫।
- ↑ Ghurye, Govind Sadashiv (১৯৬৯)। Caste and Race in India (ইংরেজি ভাষায়)। Popular Prakashan। পৃষ্ঠা 257। আইএসবিএন 978-81-7154-205-5। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০।
- ↑ Hopkins, Thomas J. (১৯৮৯)। "The Social and Religious Background for Transmission of Gaudiya Vaisnavism to the West"। Krishna consciousness in the West। Bucknell University Press। পৃষ্ঠা 35–36। আইএসবিএন 978-0-8387-5144-2। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ Hanks, Patrick (৮ মে ২০০৩)। Dictionary of American Family Names (ইংরেজি ভাষায়)। Oxford University Press। পৃষ্ঠা 94। আইএসবিএন 978-0-19-977169-1।