বন্দিনী (চলচ্চিত্র)
বিমল রায় পরিচালিত ও প্রযোজিত ১৯৬৩ সালের হিন্দি চলচ্চিত্র
বন্দিনী হল বিমল রায় পরিচালিত ও প্রযোজিত ১৯৬৩ সালের হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র। এটি জরাসন্ধ রচিত বাংলা উপন্যাস তমসী অবলম্বনে নির্মিত। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন নূতন, অশোক কুমার ও ধর্মেন্দ্র। চলচ্চিত্রটিতে একজন নারী কয়েদীর গল্প বর্ণিত হয়েছে, যে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
বন্দিনী | |
---|---|
পরিচালক | বিমল রায় |
প্রযোজক | বিমল রায় |
রচয়িতা | পল মহেন্দ্র (সংলাপ) |
চিত্রনাট্যকার | নবেন্দু ঘোষ |
উৎস | জরাসন্ধ কর্তৃক তমসী |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শচীন দেববর্মণ |
চিত্রগ্রাহক | কমল বসু |
সম্পাদক | মধু প্রভাবলকর |
প্রযোজনা কোম্পানি | বিমল রায় প্রডাকশন্স |
পরিবেশক | যশ রাজ ফিল্মস |
মুক্তি | ১৯৬৩ |
স্থিতিকাল | ১৫৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
বন্দিনী ১৯৬৩ সালের দশম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং বক্স অফিসে 'সেমি হিট' হিসেবে ঘোষিত হয়। চলচ্চিত্রটি সমাদৃত হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালকসহ ছয়টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে। চলচ্চিত্রটি ১৯৬০-এর দশকের মাইলফলক চলচ্চিত্র হিসেবে গণ্য, বিশেষ করে এটি পরিচালক বিমল রায়ের সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।[১][২]
কুশীলব
সম্পাদনা- নূতন - কল্যাণী
- অশোক কুমার - বিকাশ ঘোষ
- ধর্মেন্দ্র - দেবেন্দ্র, কারাগারের ডাক্তার
- রাজা পরঞ্জপে - কল্যাণীর পিতা
- তরুণ বসু - মহেশ চন্দ্র
- অসিত সেন - শম্ভু
- চন্দ্রিমা ভাদুরি - কারাগারের ওয়ার্ডেন
- মণি চট্টোপাধ্যায় - ইনস্পেক্টর
- কানু রায় - ডাক্তার বর্মা
- সুলোচনা লটকর
- হীরালাল - কারাগারের তত্ত্বাবধায়ক
- ইফতেখার
- বেলা বসু
- সত্যেন্দ্র কাপুর
- সুলোচনা চট্টোপাধ্যায় - দেবেন্দ্রর মা
- রাজ বর্মা
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাপুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | টীকা |
---|---|---|---|---|
১১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার[৩] | শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | বিমল রায় | বিজয়ী | বিমল রায় প্রডাকশন্সের পক্ষ থেকে |
ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | বিমল রায় | বিজয়ী | |
শ্রেষ্ঠ পরিচালক | বিমল রায় | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | নূতন | |||
শ্রেষ্ঠ কাহিনি | জরাসন্ধ | |||
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | কমল বসু | |||
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | ড. বিলিমরিয়া |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ গার্গ, ভগবান দাস (১৯৯৬)। So many cinemas: the motion picture in India। এমিনেন্স ডিজাইন্স। পৃষ্ঠা ১৫৫। আইএসবিএন 81-900602-1-X। সংগ্রহের তারিখ ৬ মে ২০২০।
- ↑ "Landmark films of the 60s: Bandini, 1963"। রেডিফ.কম। সংগ্রহের তারিখ ৬ মে ২০২০।
- ↑ "11th National Film Awards"। International Film Festival of India। ২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে বন্দিনী (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বন্দিনী (ইংরেজি)