বনমালীপুর বিধানসভা কেন্দ্র
ত্রিপুরা বিধানসভা কেন্দ্র
বনমালীপুর বিধানসভা উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার ৬০ টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম।[২][৩] এই আসনটি অসংরক্ষিত। এই কেন্দ্রটি ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৪][৫] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৭৭ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (সাত বার)।
বনমালীপুর | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
দেশ | ভারত |
রাজ্য | ত্রিপুরা |
জেলা | পশ্চিম ত্রিপুরা |
কেন্দ্র নং | ৯ |
লোকসভা | ত্রিপুরা পশ্চিম |
সংরক্ষণ | নেই |
ভোটদাতা | ৪০,৪৭৮ (২০১৮)[১] |
ভোটার পরিসংখ্যান
সম্পাদনা২০১৮ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৪০,৪৭৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১৯,৫৯২ জন এবং নারী ভোটার ২০,৮৮৬ জন। বনমালীপুর বিধানসভা কেন্দ্রে ২০১৮ ভোটার লিঙ্গানুপাত ১,০৬৬। ২০১৩ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিলো ৩৯,১৮২ জন যার মধ্যে পুরুষ ভোটার ১৯,২৩৬ জন এবং নারী ভোটার ১৯,৯৪৬ জন।
বিধানসভার সদস্য
সম্পাদনানির্বাচন | বিধায়ক[৬] | দল | সময়কাল | |
---|---|---|---|---|
২০১৮ | বিপ্লব কুমার দেব | বিজেপি | ২০১৮-বর্তমান | |
২০১৩ | গোপাল চন্দ্র রায় | আইএনসি | ২০০৩-১৮ | |
২০০৮ | ||||
২০০৩ | ||||
১৯৯৮ | মধুসূদন সাহা | ১৯৯৮-২০০৩ | ||
১৯৯৩ | রতন চক্রবর্তী | ১৯৮৮-৯৩ | ||
১৯৮৮ | ||||
১৯৮৩ | সুখময় সেনগুপ্ত | ১৯৮৩-৮৮ | ||
১৯৭৭ | বিবেকানন্দ ভৌমিক | স্বতন্ত্র | ১৯৭৭-৮৩ |
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১৮ ফলাফল
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিজেপি | বিপ্লব কুমার দেব | ২১,৭৫৫ | ৬১.৫৭ | +৬০.২৮ | |
সিপিআই(এম) | অমল চক্রবর্তী | ১২,২০৬ | ৩৪.৫৪ | -৫.৭৮ | |
কংগ্রেস | গোপাল চন্দ্র রায় | ৮৩২ | ২.৩৫ | -৫৪.৯২ | |
তৃণমূল | কুহেলি দাস সিংহ | ১১৬ | ০.৩২ | অপ্রযোজ্য | |
আমরা বাঙালি | মিতা সাহা | ৮০ | ০.২২ | -০.৩৫ | |
স্বতন্ত্র | সুব্রত ভৌমিক | ৬৮ | ০.১৯ | অপ্রযোজ্য | |
এসইউসিআই(সি) | শেফালী দেবনাথ | ৬৩ | ০.১৭ | -০.৩৫ | |
স্বতন্ত্র | বীরেন দেবনাথ | ৪৩ | ০.১২ | অপ্রযোজ্য | |
উপরের কোনটিই নয় | ওপরের কোনটিই নয় | ১৬৯ | ০.৪৭ | অপ্রযোজ্য | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯,৫৪৯ | ২৭.০৩ | |||
ভোটার উপস্থিতি | ৩৫,৩৩২ | ৮৭.৩৩ | +০.৬১ | ||
নিবন্ধিত ভোটার | ৪০,৪৫৮ | ||||
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে | সুইং | +৫৮.৬০ |
২০১৩ ফলাফল
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
কংগ্রেস | গোপাল চন্দ্র রায় | ১৯,৪৬৪ | ৫৭.২৭ | +২.৬০ | |
সিপিআই | যুধিষ্ঠির দাস | ১৩,৭০২ | ৪০.৩২ | -১.৯২ | |
বিজেপি | গীতা রায় | ৪৪১ | ১.২৯ | -০.৩২ | |
আমরা বাঙালি | দুলালচন্দ্র তলাপাত্র | ১৯৪ | ০.৫৭ | +০.১৯ | |
এসইউসিআই(সি) | সুব্রত চক্রবর্তী | ১৮০ | ০.৫২ | অপ্রযোজ্য | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৭৬২ | ১৬.৯৫ | +৪.৫৩ | ||
ভোটার উপস্থিতি | ৩৩,৯৮১ | ৮৬.৭২ | |||
নিবন্ধিত ভোটার | ৩৯,১৮২ | ||||
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | +২.২৬ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Final Result Sheet - Tripura General Legislative Election 2018" (পিডিএফ)। ceotripura.nic.in। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১।
- ↑ Shangara Ram (১২ মে ২০০৫)। "Delimitation Commission of India - Notification"। eci.gov.in। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- ↑ "District/AC Map - Chief Electoral Officer, Tripura"। ceotripura.nic.in। ৫ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১।
- ↑ "Assembly Election Results Dates Candidate List Opinion/Exit Poll Latest News, Political Consulting Survey Election Campaign Management Company India"।
- ↑ "Tripura Assembly Election 2018, Tripura Vidhan Sabha Election Updates"। www.elections.in। ২৯ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০।
- ↑ "List of Wiining MLA's from Banamalipur Till Date"। elections.in। সংগ্রহের তারিখ মে ১৩, ২০১৬।
- ↑ "AC_Wise Final Result as per Form 13E"। ECI Tripura (ইংরেজি ভাষায়)।
- ↑ "AC_Wise Final Result as per Form 18E"। ECI Tripura (ইংরেজি ভাষায়)।