বণ্ডারনায়ক পরিবার

শ্রীলঙ্কার রাজনৈতিক পরিবার

বণ্ডারনায়ক পরিবার[][] (সিংহলি: බණ්ඩාරනායක පවුල; তামিল: பண்டாரநாயக்கே குடும்பம்) হল শ্রীলঙ্কার একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবার। বংশপরম্পরায় সফল রাজনীতিবিদ হওয়া অনেক সদস্যসহ পরিবারটিতে তিনজন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী এবং একজন রাষ্ট্রপতি রয়েছেন।

বণ্ডারনায়ক পরিবার
බණ්ඩාරනායක පවුල
பண்டாரநாயக்கே குடும்பம்
বর্তমান অঞ্চলকলম্বো
উৎপত্তির স্থানঅত্থনগল্ল
সদস্যসলোমন ডিয়স বণ্ডারনায়ক
সলোমন বণ্ডারনায়ক
সিরিমাবো বণ্ডারনায়ক
চন্দ্রিকা বণ্ডারনায়ক
অনূঢ়া বণ্ডারনায়ক
সুনেত্রা বণ্ডারনায়ক
সংযুক্ত সদস্যবিজয় কুমারতুঙ্গ
জীবন কুমারতুঙ্গ
রঞ্জন রামনায়ক
ঐতিহ্যথেরবাদ বৌদ্ধধর্ম
জমিদারিহোরগোল্ল বলব্ব
হোরগোল্ল বলব্ব, অত্থনগল্ল। বণ্ডারনায়ক পরিবারের পারিবারিক কেন্দ্র।

ইতিহাস

সম্পাদনা

শ্রীলঙ্কায় বণ্ডারনায়ক পরিবারটি নীলপেরুমল পণ্ডরাম নামে পরিচিত এক ব্যক্তি থেকে উৎপত্তিলাভ করেছে বলে দাবি করা হয় যিনি ভারত থেকে এসেছিলেন এবং তিনি নবগমুব পট্টিনী দেবালয় মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। পরিবারটি তাদের নাম পরিবর্তন করে সিংহলি রূপ বণ্ডারনায়ক রাখে এবং তারা ডায়াসের মতো পর্তুগিজ নাম গ্রহণ করে। তারা ঔপনিবেশিক পর্তুগিজ শাসন এবং পরবর্তীতে ওলন্দাজ শাসনের সেবা করেছিল এবং সামাজিক সুযোগ-সুবিধা লাভ করেছিল। তাদের স্বর্ণযুগ শুরু হয়েছিল অনুবাদক এবং স্থানীয় লেখক হিসেবে যা তাদের প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতাকে প্রসারিত করেছিল। পরিবারের একজন সদস্য ডন উইলিয়াম ডায়াস, যিনি ব্রিটিশদের অধীনে অনুবাদক হিসাবে কাজ করেছিলেন, যখন একনেলিগোদ দিসবে আত্মগোপনে থাকাকালীন ক্ষমতাচ্যুত ক্যান্ডীয় রাজা শ্রী বিক্রম রাজসিংহকে বন্দী করা হয়েছিল তখন উপস্থিত ছিলেন।[]

পরিবারবৃক্ষ

সম্পাদনা

হোরগোল্ল বণ্ডারনায়ক সমাধি

সম্পাদনা
 
হোরগোল্ল বণ্ডারনায়ক সমাধি

হোরগোল্ল বণ্ডারনায়ক সমাধি হল সলোমন ওয়েস্ট রিজওয়ে ডিয়স বণ্ডারনায়ক এবং তাঁর স্ত্রী সিরিমাবো রতবত্তে ডিয়স বণ্ডারনায়কের শেষ সমাধিক্ষেত্র। এটি শ্রীলঙ্কার পশ্চিম প্রদেশের অত্থনগল্লে হোরগোল্লের বণ্ডারনায়ক সম্পত্তির মাঠে অবস্থিত।[]

পাদটীকা

সম্পাদনা
  1. এই সিংহল নামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় সিংহল শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bandaranaike family"। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৫ 
  2. "The doomed King"। ১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৭ 
  3. SWRD Bandaranaike and the paradox of Sri Lankan federalism