বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা
বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা রংপুর বিভাগের রংপুর জেলার একটি আলিয়া মাদ্রাসা।[১][২] ১৯৫৯ সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।[৩] মাদ্রাসাটিতে কামিল হাদীস, তাফসির, আদব ও ফিকহ বিভাগ চালু আছে।
ধরন | মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ৭ জানুয়ারি ১৯৫৯ |
প্রতিষ্ঠাতা | মাওলানা রেফাকাতুল্লাহ |
অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (২০০৬ – ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান) |
অধ্যক্ষ | মাও. আলতাব হোসাইন |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪১ জন |
শিক্ষার্থী | ১৫০০ |
ঠিকানা | মাহিগঞ্জ , , |
ইআইআইএন মাদ্রাসা কোড | ১২৭৪৫৩ ১৪২৬২ |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভলিবল |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনামাহিগঞ্জ এলাকার হাজী আব্দুর রহমান, আলী আকবর মুন্সী সহ বেশ কয়েকজন বিদ্যানুরাগী প্রথমে একটি দাখিল মাদ্রাসা শুরুর উদ্যোগ নেয়। পরে মাওলানা কেরামত আলী জৌনপুরীর নাতিন জামাই মাওলানা রেফাকাতুল্লাহ তাদের উদ্দোগকে স্বাগত জানিয়ে এ মাদ্রাসার কার্যক্রম শুরু করেন এবং মাদ্রাসার ভিত্তি দেন। মাদ্রাসাটি ১৯৬১ সালে দাখিল, ১৯৬৪ সালে আলিম, দাখিল বিজ্ঞান ১৯৮৫, আলিম বিজ্ঞান ১৯৭৮ সালে খোলার অনুমতি পায়। মাদ্রাসাটিতে ফাযিল (১৯৬৬) এবং কামিল হাদীস (১৯৬৮), তাফসির, আদব ফিকহ গ্রুপ চালু আছে।
পোশাক
সম্পাদনাছেলেদের শিশু থেকে দাখিল পর্যন্ত সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি এবং সাদা টুপি। আর মেয়েদের জন্য সাদা পায়জামা, কালো রঙের বোরখা এবং সাদা ওড়না।
জমি
সম্পাদনামাদ্রাসায় মোট জমি প্রায় ৯৫৮ শতাংশ। এর মধ্যে ৩৭৯ শতকে মূল ক্যাম্পস রয়েছে এবং বাকি আবাদি জমি হিসাবে আছে[৪]।
অবকাঠামো
সম্পাদনাএখানে ৭টি ভবন আছে। ১টি চারতলা এবং ৫টি ১ তলা, ১টি দুতলা। এতে রয়েছে অফিস কক্ষ ২টি, শ্রেনি কক্ষ ২৩টি, বিজ্ঞানাগার ১টি, লাইব্রেরি ১টি, শিক্ষক মিলনায়তন ১টি, কম্পিটার ল্যাব ১টি, ছাত্রী কমরুম ১টি। মাদ্রাসায় ১টি করে ছাত্র-ছাত্রী নিবাস, ওজুখানা ও মসজিদ আছে।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রংপুর জেলা"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৯। - ↑ "হারিয়েই গেল বখতিয়ারি মসজিদ"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "বড় রংপুর কারামতিয়া কামিল (এম. এ) মাদ্রাসা, রংপুর"। The Rangpur (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৭-১৬। ২০২১-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৩।
- ↑ "BORO RANGPUR KARAMATIA KAMIL MADRASAH"। 127453.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৯।
- ↑ "BORO RANGPUR KARAMATIA KAMIL MADRASAH"। 127453.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১৯।