বড় ছেলে

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ২০১৭ সালে নির্মিত বাংলাদেশী টেলিছবি

বড় ছেলে ২০১৭ সালে নির্মিত একটি বাংলাদেশী টেলিছবি। এটি রচনা এবং পরিচালনা করেন মিজানুর রহমান আরিয়ান[] টেলিছবিটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং মেহজাবিন চৌধুরী[][] টেলিছবিটি ঈদুল আযহা উপলক্ষে চ্যানেল নাইনে প্রচার হয়েছে।[]

বড় ছেলে
ধরনপারিবারিক নাট্য
বিতরণসিডি চয়েজ
নির্মিতমিজানুর রহমান আরিয়ান
পরিচালকমিজানুর রহমান আরিয়ান
লেখকমিজানুর রহমান আরিয়ান
শ্রেষ্ঠাংশে
সঙ্গীতসাজিদ সরকার
চলচ্চিত্র শিল্পকামরুল ইসলাম শুভ্র
সম্পাদনাতৌফিকুল ইসলাম
মোঃ ইমতিয়াজ
প্রযোজনা সংস্থাদৃক
সিডি চয়েজ
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
মুক্তির তারিখসেপ্টেম্বর ২০১৭
দৈর্ঘ্য৬০ মিনিট

কাহিনী সংক্ষেপ

সম্পাদনা

মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদ। তার বাবা একজন স্কুল শিক্ষক। এই পরিবারের মেয়েটি তার কন্যাকে নিয়ে থাকে এই পরিবারে। এক সময় বাবার অবসর নেবার সময়ও আসে চলে। একপর্যায়ে নিতে হয় অবসর। এই পরিবারের আয়ের উৎস হিসাবে হাল ধরতে হয় বড় ছেলেকেই। তা আবার ছাত্র ছাত্রী পড়িয়ে। এদিকে বড়ছেলের ভালোবাসার বড়লোকের কন্যা রিয়ার বারবার বিয়ে ঠিক হলেও তা এড়িয়ে যায় রিয়া। একপর্যায়ে সে তার বাবা-মার কাছে বিয়ে না করা নিয়ে কোন অজুহাতই দেখাতে পারে না। এদিকে রাশেদ আনেক চেষ্টা করেও চাকরি পায় না। বাস্তবতার কাছে পরাজিত হয়ে বাধ্য হয়ে ওরা একটি সিদ্ধান্তে আসে।

অভিনয়ে

সম্পাদনা
  • জিয়াউল ফারুক অপূর্ব - রাশেদ
  • মেহজাবিন চৌধুরী - রিয়া
  • খালেকুজ্জামান - রাশেদের বাবা
  • শেলী আহসান - রাশেদের মা
  • গোলাম রব্বানী মিন্টু
  • শান্তা রহমান
  • শামিম
  • বাশার বাপ্পী
  • বাপ্পা রাসেল
  • সাইফুর রহমান চৌধুরী
  • বিজয়
  • ইরফান - রনি, রাশেদের ছোট ভাই
  • আনিশা - জেনি, রাশেদের ভাগনি

সঙ্গীত

সম্পাদনা

বড় ছেলে টেলিছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। টেলিছবিটির "তাই তোমার খেয়াল" গানে কণ্ঠ দেন মিফতাহ জামান। গানটির গীত রচনা করেছেন সোমেশ্বর অলি।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "'বড় ছেলে' টেলিফিল্মের স্ক্রিপ্ট লিখতে গিয়ে চোখ ভিজে গিয়েছিলো | বিনোদন | The Daily Ittefaq"। ২০১৭-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১৩ 
  2. BanglaNews24.com। "ভালো কাজ সবাই দেখে, যেমন 'বড় ছেলে': অপূর্ব"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১৩ 
  3. "আলোচনায় মেহজাবিন"। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১৩ 
  4. "ছোটপর্দার দুঃসময়ে তৃপ্তি দিল ‌'বড় ছেলে'"জাগো নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১৩ 
  5. "ইউটিউবে ১৯ দিনে ২০ লক্ষ!"প্রিয়.কম। ২০১৭-০৯-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১০-০৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা