বড়ম্বা রাজ্য ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য৷ ১৩০৫ খ্রিস্টাব্দে এই রাজ্যকে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। রাজ্যটির রাজধানী ছিল বড়ম্বা শহরে। রাজ্যটির শেষ শাসক ১৯৫০ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি তারিখে ভারতীয় অধিরাজ্যে অন্তর্ভুক্ত হওয়ার জনৌয স্বাক্ষর করেন। পরে রাজ্যটি ওড়িশার কটক জেলার অংশীভূত করা হয়।

বড়ম্বা রাজ্য
ବଡମ୍ବା ରାଜ୍ୟ
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য
১৩০৫–১৯৪৯
পতাকা

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত বড়ম্বা রাজ্যের মানচিত্র
আয়তন 
• ১৮৯২
৩৬৮ বর্গকিলোমিটার (১৪২ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৮৯২
২৯,৭৭২
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৩০৫
১৯৪৯
উত্তরসূরী
ভারত
বর্তমানে যার অংশওড়িশা, ভারত

ইতিহাস

সম্পাদনা

১৩০৫ খ্রিস্টাব্দে তৎকালীন উড়িষ্যার মহারাজ শ্রী কৃষ্ণ নরসিংহ অদম্য সাহসিকতা এবং বুদ্ধিদীপ্তির জন্য হটকেশ্বর রাউতকে সোনখা এবং মোহুরী নামে দুটি গ্রাম ভূমি ও জনবসতিসহ প্রদান করেন। তিনিই এই বড়ম্বা রাজ্যের প্রতিষ্ঠাতা। এই রাজ্যটির মুল গ্রামদুটি একত্রে বর্তমানে সোনখামেরী শহর গঠন করেছে। []

শাসকবর্গ

সম্পাদনা

বড়ম্বা রাজ্যের শাসকগণ ১৮৭৪ খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত 'রাউত' উপাধি ব্যবহার করতেন। বড়ম্বার রাজপরিবারের প্রতীক ছিল একটি চিতাবাঘ[]

  • ১৬৭৯ – ১৭১১ বলভদ্র মঙ্গরাজ
  • ১৭১১ – ১৭৪৩ ফকির মঙ্গরাজ
  • ১৭৪৩ – ১৭৪৮ বনধর মঙ্গরাজ
  • ১৭৪৮ – ১৭৯৩ পদ্মনাভ বীরবর মঙ্গরাজ
  • ১৭৯৩ – ১৮৪২ পিণ্ডীক বীরবর মঙ্গরাজ মহাপাত্র
  • ১৮৪২ – ১৮৬৯ গোপীনাথ বীরবর মঙ্গরাজ মহাপাত্র
  • ১৮৬৯ – ১৮৭৪ দশ্বনথী বীরবর মঙ্গরাজ মহাপাত্র
  • ১৮৭৪ – ১৮৮১ দশ্বনথী বীরবর মঙ্গরাজ মহাপাত্র
  • ১৫ জুলাই ১৮৮১ – ২০ আগস্ট ১৯২২ বিশ্বম্ভর বীরবর মঙ্গরাজ মহাপাত্র
  • ২০ আগস্ট ১৯২২ – ১৫ আগস্ট ১৯৪৭ নারায়ণচন্দ্র বীরবর মঙ্গরাজ মহাপাত্র
  • ২০ আগস্ট ১৯২২ – ১৬ জানুয়ারি ১৯৩৫ - রাজপ্রতিনিধি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Baramba Princely State"। ৫ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২০ 
  2. Princely States of India A-J