বড়খোলা বিধানসভা কেন্দ্র

আসামের বিধানসভা কেন্দ্র

বড়খোলা বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[][] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫১ সাল থেকে ১৯৫৮ ও ১৯৭৮ থেকে এখনো অবধি কার্যকর। সর্বাধিকবার বিজিত দলদুটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (সাত বার)।

বড়খোলা
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ১৪ নং চিহ্নিত কেন্দ্রটি বড়খোলা
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ১৪ নং চিহ্নিত কেন্দ্রটি বড়খোলা
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগবরাক উপত্যকা
জেলাকাছাড়
কেন্দ্র নং.১৪
লোকসভা কেন্দ্র২. শিলচর
নির্বাচনী বছর১,৫২,০৫৪ (২০২১)

ভোটার পরিসংখ্যান

সম্পাদনা

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৫২,০৫৪ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭৭,০০৫ জন এবং নারী ভোটার ৭৫,০৪৯ জন। এছাড়াও ছয়জন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। বড়খোলা বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৭৫।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৩০,০৮২ জন যার মধ্যে পুরুষ ভোটার ৬৮,৪৬৪ জন এবং নারী ভোটার ৬১,৬১৮ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,১৩,২৩২ জন যার মধ্যে পুরুষ ভোটার ৬০,৩৪৬ জন এবং নারী ভোটার ৫২,৮৮৬ জন।[]

বিধানসভার সদস্য

সম্পাদনা
নির্বাচন বিধায়ক[] দল সময়কাল
২০২১ মিসবাহুল ইসলাম লস্কর আইএনসি ২০২১-বর্তমান
২০১৬ কিশোর নাথ বিজেপি ২০১৬-২০২১
২০১১ রুমি নাথ আইএনসি ২০০৬-১৬
২০০৬ বিজেপি
২০০১ মিসবাহুল ইসলাম লস্কর আইএনসি ১৯৯৬-২০০৬
১৯৯৬
১৯৯১ আব্দুল মাতিন মজুমদার জেডি ১৯৯১-৯৬
১৯৮৫ আলতাফ হোসেন মজুমদার আইএনসি ১৯৮৩-৯১
১৯৮৩
১৯৭৮ এ.এফ গোলাম ওসমানী জেএনপি ১৯৭৮-৮৩
১৯৫১ রাইচাঁদ নাথ আইএনসি ১৯৫১-৫৭

নির্বাচনী ফলাফল

সম্পাদনা

২০২১ ফলাফল

সম্পাদনা
আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : বড়খোলা[]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস মিসবাহুল ইসলাম লস্কর ৬৪,৪৩৩ ৫১.৭৭% +৩০.৭৮
বিজেপি অমলেন্দু দাস ৫৭,৪০২ ৪৬.১২% +১১.২৩
স্বতন্ত্র হেফজুর রহমান লস্কর ৪৭৫ ০.৩৮% অপ্রযোজ্য
স্বতন্ত্র নাজমুল হক লস্কর ২৬৩ ০.২১% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,৮৮১ ১.৫১%
জয়ের ব্যবধান ৭,০৩১ ৫.৬৫% +৫.৬১
ভোটার উপস্থিতি ১,২৪,৪৫৪ ৮১.৪৭% +০.৭৭
বিজেপি থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং +১১.৭৩

২০১৬ ফলাফল

সম্পাদনা
আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : বড়খোলা
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি কিশোর নাথ ৩৬,৪৮২ ৩৪.৮৯
স্বতন্ত্র মিসবাহুল ইসলাম লস্কর ৩৬,৪৪০ ৩৪.৮৫
কংগ্রেস ড. রুমি নাথ ২১,৯৪৬ ২০.৯৯
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা জহুরুল ইসলাম বড়ভূঁইয়া ৪,০৫১ ৩.৮৭
সিপিআই(এম) চুনীলাল ভট্টাচার্য ২,৪৩৮ ২.৩৩
স্বতন্ত্র বদরুল ইসলাম মজুমদার ৬১৯ ০.৫৯
স্বতন্ত্র আনাম উদ্দিন মজুমদার ৪৭৩ ০.৪৫
স্বতন্ত্র নাজমুল হক লস্কর ৪৬৪ ০.৪৪
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,৬২১ ১.৫৫
সংখ্যাগরিষ্ঠতা ৪২ ০.০৪
ভোটার উপস্থিতি ১,০৪,৫৩৪ ৮০.৭০
নিবন্ধিত ভোটার ১,২৯,৫২৪
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে সুইং

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Barkhola constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/barkhola-election-result-s03a014/
  4. "List of Wiining MLA's from Patharkandi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।