বঙ্গ (কিংবা বঙ বা বং) ছিলেন একজন কিংবদন্তি বংশধর যিনি দক্ষিণ এশিয়ার বাংলা অঞ্চলে প্রথম বসতি স্থাপনকারী বলে মনে করা হয়।

ইতিহাস

সম্পাদনা
 
নুরেমবার্গ পাঁচালীতে ফ্ল্যাভিয়াস জোসেফাসের একটি প্রতিকৃতি।

বঙ্গকে হিন্দের ছেলে ও হামের (হজরত নূহের ছেলে) নাতি হিসাবে বর্ণনা করা হয়েছে।প্রাচীন নাম বঙ্গের সাথে বাধ বা জমির সীমানাসূচক শব্দ 'আল/আইল' প্রত্যয়যোগে বাঙ্গালা শব্দ গঠিত হয় [] প্রথম শতাব্দীর রোমানো-ইহুদী ইতিহাসবিদ ফ্ল্যাভিয়াস জোসেফাস জোর দিয়েছিলেন যে হামের বংশধরেরা এশিয়ার কিছু এলাকায় জনবহুল ছিল।

১৮৯১ সালে গুলিয়ানার হাফিজ শামসুদ্দীন দাবি করেছিলেন যে হজরত হাম বর্তমান পাকিস্তানের 'গরীবওয়াল' নামক একটি শিয়া-জনবহুল গ্রামে মারা গিয়েছিলেন, যেখানে আজও একটি ৭৮ ফুট লম্বা কবর পাওয়া যায়। [] []

১৬ শতাব্দীর ইতিহাসবিদদ্ব​য় ফিরিশতা এবং আবুল-ফজল ইবনে মুবারক এবং ইব্রাহীমী ইতিহাসবিদদের মতে, [] পিতৃপুরুষ বঙ্গই প্রথম বসতি স্থাপন করেছিলেন যা এখন দক্ষিণ এশিয়ার বাংলা অঞ্চল হিসাবে পরিচিত। [] এতে বলা হয়েছে যে সেখানে বসতি স্থাপনের পর, তার আওলাদ হয়েছিল এবং বঙ্গ নামে পরিচিত একটি মহান জাতি কায়েম করেছিলেন। []

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Land of Two Rivers, Nitish Sengupta
  2. Warraich, Shehryar (২২ ডিসেম্বর ২০১৫)। "Grave matters"Jang.com.pk। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Tomb of Hazrat Ham Requires Attention of the Government"The 6 News। ১১ সেপ্টেম্বর ২০১৫। ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. Trautmann, Thomas (২০০৫)। Aryans and British IndiaYoda Press। পৃষ্ঠা 53। 
  5. Firishta (১৭৬৮)। History of Hindostan। পৃষ্ঠা 7–9। 
  6. Salim, Ghulam Husain (১৯০২)। RIYAZU-S-SALĀTĪN: A History of Bengal। The Asiatic Society। ১৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।