বঙ্গলতলী ইউনিয়ন
বঙ্গলতলী বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
বঙ্গলতলী | |
---|---|
ইউনিয়ন | |
৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বঙ্গলতলী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১২′৮″ উত্তর ৯২°১৫′৭″ পূর্ব / ২৩.২০২২২° উত্তর ৯২.২৫১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | বাঘাইছড়ি উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | জ্ঞান জ্যোতি চাকমা |
আয়তন | |
• মোট | ১৮.১৩ বর্গকিমি (৭.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৫,৫২০ |
• জনঘনত্ব | ৮৬০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩১.৫৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৫৯০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবঙ্গলতলী ইউনিয়নের আয়তন ৪৪৮০ একর (১৮.১৩ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১০,৮১৬জন। এর মধ্যে ১০,০৫১জন বৌদ্ধ, ৪৪১জন মুসলিম, ২৪০জন হিন্দু, ৮৪জন খ্রিস্টান ।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাবাঘাইছড়ি উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে বঙ্গলতলী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ও পূর্বে সাজেক ইউনিয়ন, দক্ষিণে রূপকারী ইউনিয়ন এবং পশ্চিমে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবঙ্গলতলী ইউনিয়ন বাঘাইছড়ি উপজেলার আওতাধীন ৩৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঘাইছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি বঙ্গলতলী এবং তিনটিলা এ ২টি মৌজা নিয়ে গঠিত।[৩]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | পূর্ব জারুলছড়ি, সুরুংনালা, চামনীছড়া, পশ্চিম জারুলছড়ি, গোলাছড়ি, শিশুতলী |
২নং ওয়ার্ড | হাতিমারাছড়া, অনিল কার্বারী পাড়া, শুভ রঞ্জন কার্বারী পাড়া, রনজিত কার্বারী পাড়া, সুখময় কার্বারী পাড়া, শিব রঞ্জন কার্বারী পাড়া |
৩নং ওয়ার্ড | নিগিরা সেন কার্বারী পাড়া, সুনীল বিকাশ কার্বারী পাড়া, নিব্র কুমার কার্বারী পাড়া, প্রভু রঞ্জন কার্বারী পাড়া, জ্ঞান জ্যোতি কার্বারী পাড়া, বুদ্ধ শংকর কার্বারী পাড়া, পূর্ণ লাল কার্বারী পাড়া |
৪নং ওয়ার্ড | কলোনী পাড়া, বাঙ্গালী পাড়া, মেম্বার পাড়া, বড়ুয়া পাড়া, উগলছড়ি, ডুলুবনিয়া, পশ্চিম ডুলুবনিয়া |
৫নং ওয়ার্ড | বঙ্গলতলী বি ব্লক, বঙ্গলতলী সি ব্লক |
৬নং ওয়ার্ড | হেডম্যান পাড়া (কাট্টলী), সূর্য সেন কার্বারী পাড়া |
৭নং ওয়ার্ড | ডাঙ্গাছড়া, বেতাগীছড়া, তিনটিলা |
৮নং ওয়ার্ড | রান্যাবন ছড়া, দক্ষিণ হাগলাছড়া, উত্তর হাগলাছড়া, যৌথ খামার, দোছড়ি হাগলাছড়া |
৯নং ওয়ার্ড | বালুখালী, ঝগড়াবিল |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাবঙ্গলতলী ইউনিয়নের সাক্ষরতার হার ৩১.৫৮%।[১] এ উপজেলায় ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করেঙ্গাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডাংগাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নব অজান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নব নালন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেতাগীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্যম বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মন্দিরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাগলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাবাঘাইছড়ি উপজেলা সদর থেকে বঙ্গলতলী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বাঘাইছড়ি-সাজেক সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম অটোরিক্সা ও মোটর সাইকেল।
খাল ও নদী
সম্পাদনাবঙ্গলতলী ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কাচালং নদী।[৭]
হাট-বাজার
সম্পাদনাবঙ্গলতলী ইউনিয়নের প্রধান হাট-বাজার হল করেঙ্গাতলী বাজার।[৮]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: জ্ঞান জ্যোতি চাকমা[৯]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "বাঘাইছড়ি উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ "ইউনিয়নের ইতিহাস - ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়ন-"। bongoltaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;rangamati.gov.bd
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "মাধ্যমিক বিদ্যালয়"। bongoltaliup.rangamati.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41407&union=15[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়ন-"। bongoltaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজার - ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়ন-"। bongoltaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইউপি চেয়ারম্যান প্রোফাইল"। bongoltaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]