বগলাসুন্দরী সোম

ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা

বগলাসুন্দরী সোম ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা।

বগলাসুন্দরী সোম
জন্ম
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত)
ভারত
পেশারাজনীতিবিদ
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
দাম্পত্য সঙ্গীসূর্য সোম

রাজনৈতিক জীবন

সম্পাদনা

বগলাসুন্দরী সোম ১৯২১ সালে কংগ্রেস-আন্দোলনে যোগদান করেন। বাসন্তী দেবী ও ঊর্মিলা দেবী যখন পিকেটিং করে কারাবরণ করেন তখন মোহিনী দেবী, হেমপ্রভা মজুমদার প্রভৃতি নেত্রীগণ অসহযোগ আন্দোলন পরিচালনা করতে থাকেন। বগলাসুন্দরী সোম তাঁদের সঙ্গে পিকেটিং করতে গিয়ে গ্রেপ্তার হন। তাঁদের লালবাজার থানায় নিয়ে যাওয়া হয় এবং সেদিনই পরে তাঁরা মুক্তি পান।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ২৩২। আইএসবিএন 978-81-85459-82-0