বক্তাবলী ইউনিয়ন

নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন
(বক্তাবলী থেকে পুনর্নির্দেশিত)

বক্তাবলী ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন। আয়তন ১০ বর্গমাইল।[]

বক্তাবলী
ইউনিয়ন
বক্তাবলী ঢাকা বিভাগ-এ অবস্থিত
বক্তাবলী
বক্তাবলী
বক্তাবলী বাংলাদেশ-এ অবস্থিত
বক্তাবলী
বক্তাবলী
বাংলাদেশে বক্তাবলী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩৫′৫১.৫৫৮৪৩″ উত্তর ৯০°২৭′১৭.০৩১৫৬″ পূর্ব / ২৩.৫৯৭৬৫৫১১৯৪° উত্তর ৯০.৪৫৪৭৩০৯৮৮৯° পূর্ব / 23.5976551194; 90.4547309889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানারায়ণগঞ্জ জেলা
উপজেলানারায়ণগঞ্জ সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জনসংখ্যা (২০১১)
 • মোট৩০,২৯০
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
মানচিত্র
মানচিত্র

অবস্থান

সম্পাদনা

এটি নারায়ণগঞ্জ জেলার পশ্চিম পাশে অবস্থিত। যার উত্তরে কেরানীগঞ্জর জাজিরা, দক্ষিণে বেতকা ও আলিরটেক ইউনিয়ন ও পশ্চিমে বালুচর ইউনিয়ন অবস্থিত। বক্তাবলীর বুক চিরে বয়ে গেছে ধলেশ্বরী নদী যেটা বুড়িগঙ্গা নামেও অনেকে জানে।

ভাষা ও সংস্কৃতি

সম্পাদনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগোলিক অবস্থান গত দিক থেকে বক্তাবলী ইউনিয়নের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। নারায়ণগঞ্জ সদর  উপজেলায় অবস্থিত  এই ইউনিয়নকে ঘিরে রয়েছে মুন্সীগঞ্জ জেলার বেতকা ইউনিয়ন,  বালুরচর ইউনিয়ন,এনায়েতনগর ইউনিয়ন। অত্র এলাকার বিভিন্ন জেলার বিভিন্ন সংস্কৃতির লোকজনের বসবাস বিধায় এখানাকার ভাষা ও ঐতিহ্যে বিভিন্ন বৈচিত্র খুজে পাওয়া যায়। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। মহান মুক্তিযুদ্ধের এক ঐতিহাসিক সাক্ষী বক্তাবলী ইউনিয়ন। এখানে ১৩৯ জন নিরীহ মানুষ তাদের তাজা রক্ত দিয়েছেন স্বাধীন বাংলাদেশের জন্য।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "এক নজরে বক্তাবলী ইউনিয়ন"baktaboliup.narayanganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯