ফ্রাঙ্কলিন স্টাল

(ফ্র্যাঙ্কলিন স্টাহল থেকে পুনর্নির্দেশিত)

ফ্রাঙ্কলিন উইলিয়াম স্টাল (জন্ম:৮ অক্টোবর ১৯২৯) একজন মার্কিন আণবিক জীববিজ্ঞানী ও বংশগতিবিদ ছিলেন। ম্যাথিউ মেসেলসন এর সঙ্গে তিনি যৌথভাবে ডিএনএ-র অর্ধসংরক্ষণশীল অনুলিপন প্রক্রিয়া আবিষ্কার করেন। এর ফলে প্রমাণিত হয়, ডিএনএর সূত্রকগুলো থেকে সব সময়ই নতুন সূত্রক সৃষ্টি হয়।

ফ্রাঙ্কলিন উইলিয়াম স্টাল
জন্ম (1929-10-08) ৮ অক্টোবর ১৯২৯ (বয়স ৯৫)
বস্টন, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র
জাতীয়তাযুক্তরাষ্ট্র
নাগরিকত্বযুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয় (A.B., 1951)
রোচেস্টার বিশ্ববিদ্যালয় (Ph.D., 1956)
পরিচিতির কারণমেসেলসন-স্টাল পরীক্ষা
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রআণবিক জীববিজ্ঞান
বংশগতি
প্রতিষ্ঠানসমূহওরেগন বিশ্ববিদ্যালয়

স্টাল ওরেগন বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এবং ওরেগন অঙ্গরাজ্যের ইউজিন শহরে অবস্থিত আণবিক জীববিজ্ঞান ইনস্টিটিউটের ইমেরিটাস অধ্যাপক। []

কর্মজীবন

সম্পাদনা

বড় দুই বোনের পদাঙ্ক অনুসরণ করে স্টাল বস্টন শহরের শহরতলি নিডহ্যামের সরকারি বিদ্যালয় থেকে স্নাতক হন। ১৯৫১ সালে হার্ভার্ড কলেজ থেকে তিনি জীববিজ্ঞানে এবি ডিগ্রি লাভ করেন। এছাড়াও রোচেস্টার বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগেও স্টাল লেখাপড়া করেন। কোল্ড স্প্রিং হার্বার জীববিজ্ঞান বিজ্ঞানাগারে এ এইচ ডোবারম্যান প্রদত্ত ব্যাকটেরীয় ভাইরাস বিষয়ে লেকচার শুনে ফ্রাঙ্কলিন স্টালের বংশগতিবিদ্যার প্রতি আগ্রহ বেড়ে যায়। ১৯৫৬ সালে তিনি জীববিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এজন্য তিনি ডোবারম্যানের অধীনে টি৪ দশার বংশগতীয় স্বরূপ সম্পর্কে কাজ করেন। ১৯৫৫ সালে ক্যালিফোর্নিয়া প্রযুক্তি ইনস্টিটিউটের প্যাসাডেনা শাখায় জুসেপ্পে বার্তেনির সঙ্গে ডক্টরেটোত্তর অধ্যয়নে নিবিষ্ট হন। তারপর তিনি চার্লি স্টেইনবার্গ ও ম্যাথিউ মেসেলসন এর সঙ্গে কাজ করা শুরু করেন। স্টেইনবার্গের সাথে করা স্টালের গবেষণার বিষয়বস্তু ছিল -টি৪ এর বৃদ্ধি, পরিবৃত্তি ও জেনেটিক রিকম্বিনেশন। মেসেলসনের সঙ্গে তিনি Escherichia coli-র ডিএনএ অনুলিপন অধ্যয়ন করেন। জেমস ওয়াটসনফ্রান্সিস ক্রিক যে অর্ধসংরক্ষণশীল মডেল প্রদান করেন, এটি তাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে। []

এক বছর যাবৎ ফ্রাঙ্কলিন স্টাল মিজুরি অঙ্গরাজ্যের কলাম্বিয়া শহরে অবস্থিত মিজুরি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে শিক্ষকতা করেন। ১৯৫৯ সালে ওরেগন বিশ্ববিদ্যালয়ের আণবিক জীববিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করেন। টি৪, ল্যাম্বডা ও Saccharomyces cerevisae ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করলেও জেনেটিক রিকম্বিনেশন তার গবেষণার প্রধান বিষয়বস্তু ছিল। তিনি ওরেগনে বংশগতির উপর বেশ কয়েকটি কোর্স পড়ান। আমেরিকা, ইতালি ও ভারতে ফেজ এর উপরও স্টাল কোর্স পড়িয়েছেন। যুক্তরাজ্যের কেমব্রিজ, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজ, এডিনবরা ও জেরুজালেম শহরেও স্টাল কাজ করেছেন। []

জঁ এম ক্রাসম্যান, মেরি এম স্টাল ও অঁরিয়েটা এম ফসের সঙ্গে ফ্রাঙ্কলিন স্টাল ব্যাপক গবেষণা করেছেন। ২০০১ সালে অবসর গ্রহণের পর তিনি ইউজিন শহরেই বসবাস করছেন। গবেষণাপত্র জমাদানের পাশাপাশি তিনি ওরিগন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেন।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

ফ্রাঙ্কলিন ও তার স্ত্রী মেরি (বিবাহ ১৯৫৫) দুই ছেলে ও এক মেয়ে লালনপালন করেন। তার সন্তানদের মধ্যে অ্যান্ডি স্টাল একজন বন সংরক্ষক ও এমিল মর্গানি একজন কেশবিন্যাসকারী এবং দোকান মালিক। ফ্রাঙ্কলিন ও তার সঙ্গী জেটের পাঁচ সন্তান ও আট নাতি-নাতনি। এর মধ্যে পাঁচজনই দত্তক নেওয়া।[]

ব্যবহারিক অবদান

সম্পাদনা

মেসেলসনের সঙ্গে ডিএনএ অনুলিপন নিয়ে কাজ করার পাশাপাশি স্টাল এইচ ফসের সঙ্গে ডিএনএ সংযুক্তিকরণের সার্কুলারিটি ও জেনেটিক হেটেরোজাইগোসিসের সঙ্গে এর সম্পর্ক নিয়ে কাজ করেন। এন মাররে ও অন্যান্যদের সঙ্গে স্টাল জিনজোড়ে এমআরএনএ সংশ্লেষণ নিয়ে কাজ করেন।

তাত্ত্বিক অবদান

সম্পাদনা

সি স্টাইনবার্গের সাথে স্টাল ফেজের বৃদ্ধি, রিকম্বিনেশন ও পরিবৃত্তি নিয়ে কাজ করেন। জে সোস্টাক ও অন্যান্যদের সাথে তিনি দ্বিসূত্রক ডিএনএ ভাঙনের জেনেটিক রিকম্বিনেশনের ব্যাখ্যা অধ্যয়ন করেন। আর ল্যান্ডে, ই হাউজওয়ার্থ ও বাকিদের সঙ্গে তিনি রিকম্বিনেশনের গাণিতিক আনুষ্ঠানিকীকরণ নিয়ে কাজ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. https://web.archive.org/web/20060907031013/http://www.molbio.uoregon.edu/facres/stahl.html
  2. DRAKE, J. W. (13 জানু, 1997)। "The 1996 Thomas Hunt Morgan Medal Franklin W. Stahl"Genetics145 (1): 1–2। পিএমআইডি 9017382পিএমসি 1207768  – PubMed Central-এর মাধ্যমে।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)