ফ্রেড লে রুক্স
ফ্রেডরিক লুই লে রুক্স (ইংরেজি: Fred le Roux; জন্ম: ৫ ফেব্রুয়ারি, ১৮৮২ - মৃত্যু: ২২ সেপ্টেম্বর, ১৯৬৩) কেপ উপনিবেশের সমারসেট ইস্ট এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯১৪ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১]
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ফ্রেডরিক লুই লে রুক্স | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | সমারসেট ইস্ট, কেপ উপনিবেশ | ৫ ফেব্রুয়ারি ১৮৮২|||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ২২ সেপ্টেম্বর ১৯৬৩ ডারবান, নাটাল, দক্ষিণ আফ্রিকা | (বয়স ৮১)|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র টেস্ট (ক্যাপ ৯১) | ১৪ ফেব্রুয়ারি ১৯১৪ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৭ মে ২০২০ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্স ও ট্রান্সভাল দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিশৈলী প্রদর্শন করতেন ফ্রেড লে রুক্স।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
সম্পাদনাকেপ উপনিবেশের সমারসেট ইস্ট এলাকায় ফ্রেড লে রুক্সের জন্ম।[২] ১৯০৮-০৯ মৌসুম থেকে ১৯২৮-২৯ মৌসুম পর্যন্ত ফ্রেড লে রুক্সের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। দক্ষিণ আফ্রিকান ঘরোয়া পর্যায়ের আসরে বেশ কয়েক মৌসুম ট্রান্সভাল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি।[৩][৪]
১৯১২ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রি-দেশীয় প্রতিযোগিতায় খেলোয়াড়দের খসড়া তালিকায় তাকে রাখা হয়েছিল। কিন্তু, শেষ পর্যায়ে তাকে দল নির্বাচকমণ্ডলী ভ্রমণের জন্যে মনোনীত করেনি।[৫]
আন্তর্জাতিক ক্রিকেট
সম্পাদনাসমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন ফ্রেড লে রুক্স। ১৪ ফেব্রুয়ারি, ১৯১৪ তারিখে ডারবানে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।
১৯১৩-১৪ মৌসুমে ইংল্যান্ড দল দক্ষিণ আফ্রিকা গমনে আসে। ফেব্রুয়ারি, ১৯১৪ সালে একমাত্র টেস্টে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেন। দুই ইনিংস মিলিয়ে তিনি মাত্র এক রান তুলতে পেরেছিলেন বল হাতে নয় ওভার বোলিং করলেও উইকেট শূন্য অবস্থায় মাঠ ত্যাগ করতে বাধ্য হন।
২২ সেপ্টেম্বর, ১৯৬৩ তারিখে ৮১ বছর বয়সে নাটালের ডারবান এলাকায় ফ্রেড লে রুক্সের দেহাবসান ঘটে।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Fred le Roux"। Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯।
- ↑ Fred le Roux, CricketArchive. Retrieved 20 January 2019.
- ↑ Martin-Jenkins, Christopher (১৯ জানুয়ারি ১৯৯৬)। "World Cricketers: A Biographical Dictionary"। Oxford University Press। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ – Google Books-এর মাধ্যমে।
- ↑ "Obituaries in 1964"। Wisden। ৪ ডিসেম্বর ২০০৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯।
- ↑ "Tour of England 1912 (The Triangular Tournament)"। Test Cricket Tours। ২০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে ফ্রেড লে রুক্স (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে ফ্রেড লে রুক্স (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)