ফ্রেড কোরমাতসু
ফ্রেড টয়োসাবুরু কোরমাতসু (是 松 豊 三郎, ৩০ জানুয়ারি ১৯১৯ - ৩০ মার্চ ২০০৫) ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাতের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঞ্চলে বসবাসকারী একজন জাপানি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। জাপানি নৌ ও বিমান বাহিনী পার্ল হারবার আক্রমণ কিছুদিন পরে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 9066 নং নির্বাহী আদেশ জারি করেন, যাতে তিনি "সামরিক এলাকা" থেকে জাপানি বংশোদ্ভূত সব ব্যক্তিদের অপসারণ করতে তার মনোনীত প্রতিনিধি হিসাবে প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক কমান্ডারকে অনুমোদন দেন এবং তাদেরকে 'অন্তরীণ শিবির'-এ স্থানান্তর করতে নির্দেশ দেন যা জাপানি আমেরিকান অন্তরীণ হিসাবে পরিচিত হয়। ফ্রেড কোরমাতসু এই যুদ্ধকালীন আদেশ মান্য করতে অস্বীকার করে তার নিজের বাড়ি ছেড়ে জাপানি আমেরিকানদের জন্য নির্ধারিত অন্তরীণ ক্যাম্পে রিপোর্ট করতে অস্বীকার করেন; ফলশ্রুতিতে তিনি গ্রেফতার এবং দোষী সাব্যস্ত হোন। মামলায় তিনি আপীল আদালতে হেরে যাবার পর অন্তরীন আদেশের 'সাংবিধানিক' যৌক্তিকতা চ্যালেঞ্জ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে পুনরায় আপিল করেন; কিন্তু সেখানে তিনি ৬-৩ ভোটে পরাজিত হোন।
ফ্রেড কোরমাতসু | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৩০ মার্চ ২০০৫ | (বয়স ৮৬)
মৃত্যুর কারণ | Respiratory failure |
সমাধি | মাউন্টেন ভিউ সেমেট্রি (ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া) ৩৭°৫০′০৬″ উত্তর ১২২°১৪′১২″ পশ্চিম / ৩৭.৮৩৫০০° উত্তর ১২২.২৩৬৬৭° পশ্চিম |
স্মৃতিস্তম্ভ | • ফ্রেড টি. কোরমাতসু ইলিমেন্টারি স্কুল, ডেভিস, ক্যালিফোর্নিয়া • ফ্রেড টি. কোরমাতসু ক্যাম্পাস, সান লিনার্ডো হাই স্কুল • ফ্রেড টি. কোরমাতসু ডিস্কোভারি একাডেমী, ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া |
জাতীয়তা | আমেরিকান |
নাগরিকত্ব | যুক্তরাষ্ট্র |
শিক্ষা | হাই স্কুল |
মাতৃশিক্ষায়তন | ক্যাসেলমন্ট হাই স্কুল (ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া) |
সন্তান | ২ (১ কন্যা, ১ পুত্র) |
পুরস্কার | প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |