ফ্রেডরিক সামনার ব্র্যাকেট

মার্কিন পদার্থবিজ্ঞানী

ফ্রেডরিক সামনার ব্র্যাকেট একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এবং স্পেক্ট্রোস্কপিস্ট। তিনি পোমোনা কলেজ থেকে গ্র্যাজুয়েট হন এবং মাউন্ট উইলসন অবজারভেটরিতে পর্যবেক্ষক হিসেবে কাজ করেন। তিনি সূর্যের অবলোহিত বিকিরণ পর্যবেক্ষণ করেন। তিনি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে ১৯২২ সালে পদার্থবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে পদার্থবিজ্ঞানে শিক্ষকতা করেন। তিনি ১৯৩৬ সালে ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ এ বায়োফিজিক্স গবেষণার পরিচালক নিযুক্ত হন।

ফ্রেডরিক সামনার ব্র্যাকেট
জন্ম(১৮৯৬-০৮-০১)১ আগস্ট ১৮৯৬
মৃত্যুজানুয়ারি ২৮, ১৯৮৮(1988-01-28) (বয়স ৯১)
মাতৃশিক্ষায়তনপোমোনা কলেজ
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
স্পেক্ট্রোস্কপি
প্রতিষ্ঠানসমূহমাউন্ট উইলসন অবজারভেটরি
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে

তথ্যসূত্র

সম্পাদনা