ফ্রাঙ্ক ওরেল ট্রফি

ফ্রাঙ্ক ওরেল ট্রফি (ইংরেজি: Worrell Trophy) ক্রিকেট খেলায় প্রবর্তিত পুরস্কারবিশেষআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পরিচালনায় অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজঅস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজে বিজয়ী দলের অধিনায়ককেট্রফি প্রদান করা হয়।[] ১৯৬০-৬১ মৌসুমে অনুষ্ঠিত টেস্ট সিরিজ শেষে প্রথমবারের মতো ট্রফি প্রদান করা হয়েছিল।[] সিরিজের প্রথম টেস্টটি টাইয়ে পরিণত হয়েছিল।[]

ফ্রাঙ্ক ওরেল ট্রফি
দেশ অস্ট্রেলিয়া
 ওয়েস্ট ইন্ডিজ
ব্যবস্থাপকআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
খেলার ধরনটেস্ট ক্রিকেট
প্রথম টুর্নামেন্ট১৯৬০-৬১[]
শেষ টুর্নামেন্ট২০১৫-১৬
পরবর্তী টুর্নামেন্ট২০২২
প্রতিযোগিতার ধরনটেস্ট সিরিজ
দলের সংখ্যা
বর্তমান ট্রফি ধারক অস্ট্রেলিয়া[]
সর্বাধিক সফল অস্ট্রেলিয়া (১৪)
সর্বাধিক রানক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ব্রায়ান লারা (২,৮১৫)[]
সর্বাধিক উইকেটক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কোর্টনি ওয়ালশ (১৩৫)[]

ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার ও অধিনায়ক স্যার ফ্রাঙ্ক ওরেলের সম্মানে ট্রফিটির নামকরণ হয়েছে। টাই টেস্টের পর অস্ট্রেলীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড ও স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের গঠিত কমিশন সাবেক টেস্ট ক্রিকেটার ও পেশাদার অলঙ্কার ব্যবসায়ী আর্নি ম্যাককরমিক এ স্থায়ী ট্রফিটি তৈরি করেন।[][]

টাই টেস্টে ব্যবহৃত একটি ক্রিকেট বল ট্রফির নকশায় ব্যবহার করা হয়েছে।[][] বিশ্ব ক্রিকেট অঙ্গনে অ্যাশেজ সিরিজের ন্যায় ফ্রাঙ্ক ওরেল ট্রফিকে অন্যতম মর্যাদাকর স্থায়ী ট্রফিরূপে গণ্য করা হয়।

সময় পরিক্রমা

সম্পাদনা

ফ্রাঙ্ক ওরেল ট্রফি সিরিজের তালিকা

সম্পাদনা
সিরিজ মৌসুম আয়োজক ১ম খেলা টেস্ট সংখ্যা অস্ট্রেলিয়ার জয় ওয়েস্ট ইন্ডিজের জয় ড্র সিরিজের ফলাফল সিরিজ শেষে ট্রফি ধারক
১৯৬০-৬১ অস্ট্রেলিয়া ৯ ডিসেম্বর ১৯৬০ ১* অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া
১৯৬৪-৬৫ ওয়েস্ট ইন্ডিজ ৩ মার্চ ১৯৬৫ ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ
১৯৬৮-৬৯ অস্ট্রেলিয়া ৬ ডিসেম্বর ১৯৬৮ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া
১৯৭২-৭৩ ওয়েস্ট ইন্ডিজ ১৬ ফেব্রুয়ারি ১৯৭৩
১৯৭৫-৭৬ অস্ট্রেলিয়া ২৮ নভেম্বর ১৯৭৫
১৯৭৭-৭৮ ওয়েস্ট ইন্ডিজ ৩ মার্চ ১৯৭৮ ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ
১৯৭৯-৮০ অস্ট্রেলিয়া ১ ডিসেম্বর ১৯৭৯
১৯৮১-৮২ অস্ট্রেলিয়া ২৬ ডিসেম্বর ১৯৮১ ড্র
১৯৮৩-৮৪ ওয়েস্ট ইন্ডিজ ২ মার্চ ১৯৮৪ ওয়েস্ট ইন্ডিজ
১০ ১৯৮৪-৮৫ অস্ট্রেলিয়া ৯ নভেম্বর ১৯৮৪
১১ ১৯৮৮-৮৯ অস্ট্রেলিয়া ১৮ নভেম্বর ১৯৮৮
১২ ১৯৯০-৯১ ওয়েস্ট ইন্ডিজ ১ মার্চ ১৯৯১
১৩ ১৯৯২-৯৩ অস্ট্রেলিয়া ২৭ নভেম্বর ১৯৯২
১৪ ১৯৯৪-৯৫ ওয়েস্ট ইন্ডিজ ৩১ মার্চ ১৯৯৫ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া
১৫ ১৯৯৬-৯৭ অস্ট্রেলিয়া ২২ নভেম্বর ১৯৯৬
১৬ ১৯৯৮-৯৯ ওয়েস্ট ইন্ডিজ ৫ মার্চ ১৯৯৯ ড্র
১৭ ২০০০-০১ অস্ট্রেলিয়া ২৩ নভেম্বর ২০০০ অস্ট্রেলিয়া
১৮ ২০০২-০৩ ওয়েস্ট ইন্ডিজ ১০ এপ্রিল ২০০৩
১৯ ২০০৫-০৬ অস্ট্রেলিয়া ৩ নভেম্বর ২০০৫
২০ ২০০৮ ওয়েস্ট ইন্ডিজ ২২ মে ২০০৮
২১ ২০০৯-১০ অস্ট্রেলিয়া ২৬ নভেম্বর ২০০৯
২২ ২০১১-১২ ওয়েস্ট ইন্ডিজ ৭ এপ্রিল ২০১২
২৩ ২০১৫ ওয়েস্ট ইন্ডিজ ৩ জুন ২০১৫
২৪ ২০১৫-১৬ অস্ট্রেলিয়া ১০ ডিসেম্বর ২০১৫

জয় ও ড্রয়ের সংক্ষিপ্ত পরিসংখ্যান

সম্পাদনা
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৫-১৬ সিরিজ পর্যন্ত
খেলার সংখ্যা অস্ট্রেলিয়ার জয় ওয়েস্ট ইন্ডিজের জয় ড্র
টেস্ট ১০১ ৪৭ (৪৭%) ৩০ (৩০%) ২৪ (২৩%)
সিরিজ ২৪ ১৪ (৫৮%) (৩৩%) (৮%)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Records / The Frank Worrell Trophy / Series results"। ESPNcricinfo। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭ 
  2. "Records / The Frank Worrell Trophy / Most runs"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭ 
  3. "Records / The Frank Worrell Trophy / Most wickets"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭ 
  4. "Captain extraordinaire"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭ 
  5. Report announcing the Frank Worrell Trophy, Glasgow Herald, 10 February 1961.
  6. Chowdhury, Saj (২ এপ্রিল ২০০৩)। "Legend behind the Worrell Trophy"। BBC Sport। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭ 
  7. "Obituary – Ernie McCormick"Wisden Almanack। ১৯৯২। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭ 
  8. "The tied Test film: A fitting tribute"National Museum of Australia। ২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭ 
  9. Haigh, Gideon (১০ ডিসেম্বর ২০১৫)। "Frank Worrell Trophy is a true rarity"The Australian। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২০ 

আরও দেখুন

সম্পাদনা