ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার
ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার (জার্মান: [ˈfʁaŋkˌvaltɐ ˈʃtaɪ̯nˌmaɪ̯.ɐ] (; জন্ম ৫ জানুয়ারি ১৯৫৬) )[১] তিনি একজন জার্মান রাজনীতিবিদ যিনি ২০১৭ সালের ১৯ মার্চ থেকে জার্মানির রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।[২] তিনি এর আগে ২০০৫ থেকে ২০০৯ এবং ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত বিদেশ বিষয়ক মন্ত্রী ছিলেন এবং ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত জার্মানির উপাচার্য ছিলেন। ২০১৬ সালে তিনি ইউরোপে সুরক্ষা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন।
ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার | |
---|---|
Frank-Walter Steinmeier | |
জার্মানির রাষ্ট্রপতি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৯ মার্চ ২০১৭ | |
চ্যান্সেলর | আঙ্গেলা মের্কেল |
পূর্বসূরী | জোয়াচিম গাউক |
জার্মানির ভাইস-চ্যান্সেলর | |
কাজের মেয়াদ ২১ নভেম্বর ২০০৭ – ২৭ অক্টোবর ২০০৯ | |
চ্যান্সেলর | আঙ্গেলা মের্কেল |
পূর্বসূরী | ফ্রাঞ্জ মুন্টেফেরিং |
উত্তরসূরী | গুইডো ওয়েস্টারওয়েল |
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৭ ডিসেম্বর ২০১৩ – ২৭ জানুয়ারী ২০১৭ | |
চ্যান্সেলর | আঙ্গেলা মের্কেল |
পূর্বসূরী | গুইডো ওয়েস্টারওয়েল |
উত্তরসূরী | সিগমার গ্যাব্রিয়েল |
কাজের মেয়াদ ২২ নভেম্বর ২০০৫ – ২৭ অক্টোবর ২০০৯ | |
চ্যান্সেলর | আঙ্গেলা মের্কেল |
পূর্বসূরী | ইয়োস্কা ফিশার |
উত্তরসূরী | গুইডো ওয়েস্টারওয়েল |
বিরোধীদলীয় নেতা | |
কাজের মেয়াদ ২৮ অক্টোবর ২০০৯ – ১৬ ডিসেম্বর ২০১৩ | |
চ্যান্সেলর | আঙ্গেলা মের্কেল |
পূর্বসূরী | গুইডো ওয়েস্টারওয়েল |
উত্তরসূরী | গ্রেগোর জিসি |
বুন্দেস্টেগের এসপিডি গ্রুপের নেতা | |
কাজের মেয়াদ ২৭ অক্টোবর ২০০৯ – ১৬ ডিসেম্বর ২০১৩ | |
Chief Whip | থমাস ওপারম্যান |
পূর্বসূরী | পিটার স্ট্রক |
উত্তরসূরী | থমাস ওপারম্যান |
সমাজবাদী গণতন্ত্রী পার্টির নেতা | |
কাজের মেয়াদ ৭ সেপ্টেম্বর ২০০৮ – ১৮ অক্টোবর ২০০৮ | |
ডেপুটি | আন্দ্রেয়া নাহলেস পিয়ার স্টেইনব্রুক Himself |
পূর্বসূরী | কার্ট বেক |
উত্তরসূরী | ফ্রাঞ্জ মুন্টেফেরিং |
সমাজবাদী গণতন্ত্রী পার্টির উপনেতা | |
কাজের মেয়াদ ২৬ অক্টোবর ২০০৭ – ১৩ নভেম্বর ২০০৯ | |
নেতা | কার্ট বেক Himself (Acting) ফ্রাঞ্জ মুন্টেফেরিং |
পূর্বসূরী | বারবেল ডিকম্যান |
উত্তরসূরী | ওলাফ শলৎস |
প্রধান চ্যান্সেলর | |
কাজের মেয়াদ ৩১ জুলাই ১৯৯৯ – ২২ নভেম্বর 2005 | |
চ্যান্সেলর | গেরহার্ড শ্রোয়েডার |
পূর্বসূরী | বোডো হমব্যাক |
উত্তরসূরী | থমাস দ্য মাইজিয়ের |
ব্র্যান্ডেনবুর্গ এন দের হাভেলে বুন্দেস্ট্যাগের সদস্য | |
কাজের মেয়াদ ২৭ অক্টোবর ২০০৯ – ১৯ মার্চ ২০১৭ | |
পূর্বসূরী | মারগ্রিত স্পিলম্যান |
উত্তরসূরী | অ্যাঞ্জেলিকা ক্রুগার-লাইসনার |
রাজ্য সচিব এবং নিম্ন স্যাক্সনির রাজ্য চ্যান্সেলারির প্রধান | |
কাজের মেয়াদ ৩০ অক্টোবর ১৯৯৬ – ২৭ অক্টোবর, ১৯৯৮ | |
প্রধানমন্ত্রী | গেরহার্ড শ্রোয়েডার |
পূর্বসূরী | উইল্লি ওয়াইকে |
উত্তরসূরী | পিটার-জর্জেন স্টেইনার |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ডেটমোল্ড, পশ্চিম জার্মানি | ৫ জানুয়ারি ১৯৫৬
রাজনৈতিক দল | সমাজবাদী গণতন্ত্রী পার্টি |
দাম্পত্য সঙ্গী | এলকে বুদেনবেন্দার (বি. ১৯৯৫) |
সন্তান | মেরিট স্টেইনমেইয়ার |
প্রাক্তন শিক্ষার্থী | গিজেন বিশ্ববিদ্যালয় |
স্বাক্ষর | |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | জার্মানি |
শাখা | Bundeswehr |
কাজের মেয়াদ | ১৯৭৪–১৯৭৬ |
ইউনিট | বিমানবাহিনী (লুৃফটওয়াফে) |
ব্যক্তিগত জীবন
সম্পাদনা১৯৫৬ সালে ডেটমোল্ডে ফ্রাঙ্ক-ভাল্টার ষ্টাইনমাইয়ারের জন্ম হয়। তাঁর নাম ফ্রাঙ্ক-ভাল্টার হলেও তাঁর বন্ধুরা তাঁকে ফ্রাঙ্ক বলেই ডেকে থাকেন। তাঁর বাবা, এক ছুতার, চার্চ অফ লিপ্পির সাথে যুক্ত ছিলেন (জার্মানির কয়েকটি ক্যালভিনবাদী আঞ্চলিক গির্জার সংস্থা এবং জার্মানির ইভানজেলিকাল চার্চের সদস্য)। তাঁর মা, ব্রেস্লাউতে (বর্তমানে পোল্যান্ড), তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানদের বিমান ও বহিষ্কারের সময় সাইলেশিয়ার লুথেরান অংশ থেকে শরণার্থী হয়ে এসেছিলেন।
রাজনৈতিক কর্মকাণ্ড
সম্পাদনারাজনৈতিক অবস্থান
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "www.bundespraesident.de: Der Bundespräsident / Curriculum Vitae / Federal President Frank-Walter Steinmeier"। www.bundespraesident.de। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৯।
- ↑ Election of the Federal President. Office of the Federal President. 12 February 2017. Retrieved 13 February 2017.