ফোরাম পত্রিকা
ফোরাম একটি বাংলাদেশী ইংরেজি ভাষার মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন ছিল। ১৯৬৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সময়কালে প্রতিষ্ঠিত, মানবাধিকার কর্মী হামিদা হোসেন এবং অর্থনীতিবিদ রেহমান সোবহান দ্বারা প্রকাশিত। এই ম্যাগাজিনটি পশ্চিম পাকিস্তানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় সমালোচনা এবং পাকিস্তানি গণতন্ত্র ও অর্থনৈতিক সংস্কারের পক্ষে। ১৯৭০ সালের প্রথম পাকিস্তানের গণতান্ত্রিক নির্বাচনের পরে পূর্ব পাকিস্তানে রাজনৈতিক সঙ্কট এবং গণ-অভ্যুত্থানের সময়, ফোরাম বাঙালি বুদ্ধিজীবীদের দলকে নেতৃত্ব দিয়েছিল পাকিস্তান প্রতিষ্ঠার সাথে পাকিস্তান ভাঙ্গার অনিবার্যতা। পাকিস্তান সেনাবাহিনী ম্যাগাজিনটি ২৬ শে মার্চ, ১৯৭১ বন্ধ করে দিয়েছে অপারেশন সার্চলাইটের কিছু ঘণ্টা আগে।
ফোরাম সম্পাদক | কাজলি শিরিন ইসলাম |
---|---|
বিভাগ | সংবাদপত্র |
প্রকাশনা সময়-দূরত্ব | মাসিক |
প্রতিষ্ঠার বছর | ১৯৬৯ |
সর্বশেষ প্রকাশ | এপ্রিল ২০১৩ |
কোম্পানি | দ্য ডেইলি স্টার |
দেশ | বাংলাদেশ |
ভাষা | ইংরেজি |
ওয়েবসাইট | http://www.thedailystar.net |
এটি ২০০৬ সালে দ্য ডেইলি স্টার ইংরেজি দৈনিক পত্রিকা, মাসিক ভিত্তিতে ম্যাগাজিনটি পুনরায় প্রকাশ শুরু করে। শাহ হুসেন ইমাম পত্রিকার নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। সম্পাদকীয় বোর্ডটিতে মূল ফোরামের প্রতিষ্ঠাতা হামিদা হোসেন ও রেহমান সোবহান পাশাপাশি ছিলেন ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা অধ্যাপক আনিসুজ্জামান। এপ্রিল ২০০৩ এ ফোরাম তার শেষ সংখ্যা প্রকাশ করেছে। [১]
ম্যাগাজিনটি দক্ষিণ এশিয়ার অমর্ত্য সেন, তারিক আলি, কুলদীপ নায়ার এবং আহমেদ রশিদ কলাম লেখেছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Editor's Note"। দ্য ডেইলি স্টার। ৩১ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬।