ফোক্সওয়াগেন একটি জার্মান মোটরগাড়ী নির্মাতা প্রতিষ্ঠান। ফোক্সওয়াগেন জার্মানির বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা। এর সদর দপ্তর জামার্নির উল্ফস্‌বুর্গে।[] জার্মান ভাষায় ফোক্সওয়াগেন (Volkswagen)) দ্বারা জনগণের গাড়ি বোঝানো হয়। ফোক্সওয়াগেন কোম্পানীর বর্তমান স্লোগান “দাস অতো” (দ্য কার)। এ কোম্পানী বিভিন্ন ব্র্যান্ডের গাড়ীর মধ্যে রয়েছে ফোক্সওয়াগেন, ক্স্যানিয়া, নিওপ্ল্যান, মান, আউডি, স্কোডা, বেন্টলি, পোর্শ ও ল্যাম্বরগিনি। ফোক্সওয়াগেন বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টিরও বেশি মডেল তৈরী ও বাজারজাত করে থাকে। ফোক্সওয়াগেন বিটল মডেলটি এর অদ্ভুত আকৃতির জন্য দীর্ঘকাল প্রসিদ্ধ ছিল।[]

ফোক্সওয়াগেন
শিল্পমোটরগাড়ী শিল্প
প্রতিষ্ঠাকাল২৮ মে ১৯৩৭ (৭৫ বছর)
প্রতিষ্ঠাতাFerdinand Porsche
সদরদপ্তরওলফসবার্গ, জার্মানি
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
প্রধান ব্যক্তি
Martin Winterkorn:
Chairman of the Board of Management,
Ferdinand Piëch: Chairman of Volkswagen Supervisory Board
পণ্যসমূহকার
উৎপাদনের আউটপুট
বৃদ্ধি৫,৭৭১,৭৮৯ units (2012)
আয়বৃদ্ধি€103.942 billion (2012)
২২,১২,৪০,০০,০০০ ইউরো (২০২২) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
€3.64 billion (2012)
মাতৃ-প্রতিষ্ঠানফোক্সওয়াগেন গ্রুপ
ওয়েবসাইটwww.volkswagen.com

কার্যক্রম

সম্পাদনা

বিশ্বব্যাপী উপস্থিতি

সম্পাদনা

১৯৩৭-এ জার্মানিতে এ কোম্পানিটি স্থাপিত হয়। এর সদর দপ্তর জামার্নির উল্ফস্‌বুর্গে। তবে বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে ফোক্সওয়াগেন গাড়ির নির্মাণ ও সংযোজনের কারখানা রয়েছে। জার্মানি, মেক্সিকো, স্লোভাকিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, রাশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, পোল্যান্ড, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা এবং দক্ষিণ আফ্রিকায় ফোক্সওয়াগেনের কারখানা স্থাপন করা হয়েছে।

ক্লিন ডিজেল

সম্পাদনা

২০০৩ সাল থেকে ফোক্সওয়াগেন ইউরোপিয়ান বাজারের জন্ নিম্ন মাত্রার সালফারযুক্ত ডিজেল যুক্ত ইঞ্জিন বিক্রি করছে ইউরোপিয়ান বাজারের জন্য। ডিজেল ইঞ্জিনের জন্য টার্বোচার্জড ডিরেক্ট ইঞ্জেকশন নির্মাণ করেছে।

বর্তমান মডেলসমূহ

সম্পাদনা

এ কোম্পানী বিভিন্ন ব্র্যান্ডের গাড়ীর মধ্যে রয়েছে ফোক্সওয়াগেন, ক্স্যানিয়া, নিওপ্ল্যান, মান, আউডি, স্কোডা, বেন্টলি, পোর্শ ও ল্যাম্বরগিনি। ফোক্সওয়াগেন বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টিরও বেশি মডেল তৈরী ও বাজারজাত করে থাকে। ফোক্সওয়াগেন বিটল মডেলটি এর অদ্ভুত আকৃতির জন্য দীর্ঘকাল প্রসিদ্ধ ছিল।[]

iBeetle কম্প্যাক্ট
  • হ্যাচব্যাক
Beetle কম্প্যাক্ট
  • হ্যাচব্যাক
Up! City car
  • হ্যাচব্যাক
Fox   সুপারমিনি
  • হ্যাচব্যাক
  • এস্টেট/ওয়াগন
Polo সুপারমিনি
  • হ্যাচব্যাক
  • স্যালুন/সিডান
  • কুপ
  • এস্টেট/ওয়াগন
Golf Small family car
  • হ্যাচব্যাক
  • এস্টেট/ওয়াগন
  • ক্যাব্রিওলেট/কনভার্টিবল
Golf Plus   কম্প্যাক্ট এমপিভি
  • এমপিভি - Multi-Purpose Vehicle
Jetta   Small family car
  • স্যালুন/সিডান
Passat   Large family car
  • স্যালুন/সিডান
  • এস্টেট/ওয়াগন
CC   Large family car
  • Comfort কুপ
Scirocco   কম্প্যাক্ট sports car
  • কুপ
Tiguan   কম্প্যাক্ট crossover এসইউভি
  • এসইউভি
Eos কম্প্যাক্ট sports car
  • কনভার্টিবল
Touran   কম্প্যাক্ট এমপিভি
  • এমপিভি
Sharan   Large এমপিভি
  • এমপিভি
Touareg   Mid-size luxury crossover এসইউভি
  • এসইউভি
Phaeton   Full-size executive car
  • স্যালুন/সিডান
Polo GTI
 
সুপারমিনি
  • হ্যাচব্যাক
Golf GTI Small family car
  • হ্যাচব্যাক
Golf R Sports car
  • হ্যাচব্যাক
Scirocco R
 
Sports car
  • কুপ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Top 10 Best Selling Cars of All Time"। Autoguide.com। সংগ্রহের তারিখ ২০১৩-১২-০২ 
  2. Volkswagen Aktiengesellschaft

বহিঃসংযোগ

সম্পাদনা